টোটোর সঙ্গে ডাম্পারের ধাক্কায় আহত টোটো চালক সহ ২

নিজস্ব প্রতিনিধি, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: বরদা-মাংরুল রাজ্য সড়কে টোটোর সঙ্গে ডাম্পারের ধাক্কা, আহত দুজন। [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

আজ রবিবার সকালে পথ  খড়ারের গোবিন্দপুর একঢেলের মোড় সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। একটি বামদিক দিয়ে যাওয়ার সময় হঠাৎ ডানদিকে ডাম্পারের সামনে চলে আসে। উভয়ের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় টোটোর চালক সহ টোটোতে থাকা এক যাত্রী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!