রাতে হঠাৎ মোবাইল কল: বাইক নিয়ে বেরিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের

শ্রীকান্ত ভুঁইয়া, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: হঠাৎ রাতে মোবাইলে অচেনা মহিলার ফোন, সেই ফোন পেয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ে দাসপুরের যুবক। আর তারপরই ঘটে যায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। অকালে প্রাণ হারাতে হয় তরতাজা ওই যুবককে। মৃত যুবকের নাম বিশ্বরূপ পাত্র (২২)। বাড়ি দাসপুর থানার খুকুড়দহ পশ্চিম পাড়া এলাকায়।

ঘটনা সূত্রে জানা যাচ্ছে, ২ আগস্ট বুধবার রাতে খাওয়া-দাওয়া করার পর মোবাইলে একটি কল আসে। সেই কল পেয়েই তড়িঘড়ি করে বাইক নিয়ে বেরিয়ে পড়েন ওই যুবক। তারপর রাত প্রায় ১২টা নাগাদ ঘাটাল-পাঁশকুড়া সড়কের কেশাপাট কাঠ মিলের কাছে পথ দুর্ঘটনার কবলে পড়েন যুবক। পাঁশকুড়া থানার পুলিশ তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পকেট থেকে আধার কার্ড সংগ্রহ করে সেই আধার কার্ড দেখে দাসপুরের খুকুড়দহের বাড়িতে ফোন করে আজ বৃহস্পতিবার সকালে পরিবারকে ছেলের মৃত্যু সংবাদের কথা জানানো হয়। পুলিশ জানিয়েছে কিসের সঙ্গে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি। বিশ্বরূপের বাবা মন্টু পাত্র জানান, রাতে একটা ফোন আসতেই ছেলে বেরিয়ে পড়ে নিজের বাইক নিয়ে, আর সকাল হতেই তার মৃত্যুর সংবাদ। মেনে নিতে পারছি না আমি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের বাবা-মা এবং যুবকটি তিনজনই থাকতেন পরিবারের মধ্যে। বেশ কয়েক বছর আগেই বিয়ে হয়ে গেছে দিদির। যুবকের প্রতিবেশিরা জানাচ্ছেন, বিশ্বরূপের ডাকনাম ননী। পাড়ার প্রতিটি কাজেই ঝাঁপিয়ে পড়ত সে। কিন্তু এভাবে অকালে চলে যাবে মেনে নিতে পারছেন না কেউই। তবে দাসপুরের খুকুরদহ এলাকার বাসিন্দারা জানান, ঘাটাল পাঁশকুড়া সড়কে বর্তমানে যে হারে পন্যবাহী লরির দৌরাত্ম বেড়ে চলেছে, তাতে প্রতিদিন দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে একের পর এক সাধারন মানুষ। তাই পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ এই লরিগুলির উপর একটু নজরদারি করুক তাতে হয়তো দুর্ঘটনা অনেকটাই কমবে। জানা যায় ওই যুবক ভিনে রাজ্যে ফুলের কাজ করতেন। দেড় মাস হল বাড়ি এসেছিলেন।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/