শুভ রাণা: নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল যাত্রীবাহী এক মাহিন্দ্রাগাড়ি। অল্পের জন্য রক্ষা পেলেন সাত যাত্রী। সামন্য চোট ও আঘাত লাগলেও গুরুতর জখম কেউই হননি বলে দাসপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে। আজ ৮ মার্চ দুপুরে ঘাটাল-পাঁশকুড়া সড়কের বেলিয়াঘাটা সংলগ্ন লাওদাতে ওই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা যায়, ওই গাড়িটি দাসপুরের দিক থেকে ঘাটালের দিকে যাচ্ছিল। লাওদাতে হঠাৎ গাড়িটি রাস্তা থেকে কিছুটা দূরের এক গাছে ধাক্কা মারে। ধাক্কায় উন্নত টেকনোলজির ওই গাড়ির সামনের দিকে এয়ার বেলুনটি খুলে যাওয়ার ফলে গুরুতর জখম হননি কেউই।
এই মুহূর্তে
কেন নিজেকে শেষ করে দিলেন যুবক? তদন্তে পুলিশ
আকাশ দোলই,'স্থানীয় সংবাদ', ঘাটাল: নিজের বাড়ি থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার যুবকের।
ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ঘাটাল(Ghatal) থানার খাড়গম্ভীর নগর এলাকায়। মৃত যুবকের নাম আকাশ মণ্ডল(২৪)।...