ADI মানবেন্দ্র ঘোষের বদলির খবর শুনে অনেকেই মন খারাপ করছেন

মন্দিরা মাজি, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ঘাটাল মহকুমার অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক মানবেন্দ্র ঘোষের [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] বদলির নির্দেশ এলো। ৩০ অক্টোবর ২০২৩ রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে যে ১১ জনকে বদলির নির্দেশ জারি করা হয়েছে তার মধ্যে মানবেন্দ্রবাবুর নামও রয়েছে। মানবেন্দ্রবাবু আগামী সপ্তাহে ঘাটাল থেকে বদলি হয়ে পূর্ব বর্ধমানের জেলা বিদ্যালয় পরিদর্শকের দায়িত্ব নেবেন। তার পরিবর্তে এই মহকুমার এডিআইয়ের চার্জ নেবেন মেদিনীপুর থেকে স্বপন সামন্ত। মানবেন্দ্রবাবু ২০২১ সালের আগস্ট মাসে এই ঘাটাল মহকুমায় ADI হিসেবে যোগদান করেছিলেন।

স্কুলের শিক্ষক-শিক্ষিকারা বলেন, এর আগেও অনেক ADI আমাদের মহকুমায় এসেছিলেন কিন্তু মানবেন্দ্রবাবু ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রমী। তিনি স্কুলের প্রশাসনিক দিকটি ছাড়াও ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টিও খুব আন্তরিক ভাবে দেখতেন। দাসপুর-২ ব্লকের গোপালপুর দেশবন্ধু চিত্তরঞ্জন হাইস্কুলের TIC অরুণকুমার শাসমল বলেন, মানবেন্দ্রবাবু আমাদের বিদ্যালয়ে পরিদর্শন করতে এসে ছাত্রছাত্রীদের সঙ্গে একাত্ম হয়ে মিশে যেতেন। স্কুলের ক্লাস নিতেন। ছাত্রছাত্রীদের এগিয়ে যাওয়ার জন্য নানা ধরনের প্রেরণামূলক কাউন্সেলিংও করতেন। এর আগে অন্যান্য ADIদের মধ্যে এই ধরনের বৈশিষ্ট্যগুলো আমাদের চোখে পড়েনি। সোনাখালি হাইস্কুলের প্রধান শিক্ষিকা মালবিকা পাল বলেন, মানবেন্দ্রবাবু বিভিন্ন শ্রেণিতে বিভিন্ন বিষয়ের উপর ক্লাস নিতেন। তাঁর ক্লাস নেওয়া দেখে বোঝাই যেত না তিনি ঠিক কোন বিষয়ের উপর পড়াশোনা করেছেন। মানবেন্দ্রবাবু পদার্থবিদ্যা বিষয়ের শিক্ষক হলেও তাঁর প্রত্যেকটি বিষয়েই জ্ঞানের গভীরতা ছিল অসীম।
তবে তিনি প্রশাসনিক ভাবেও খুব কড়া ছিলেন। স্কুলের ক্লাস কামাই করে অতি তুচ্ছ কারণের জন্য কোনও শিক্ষক-শিক্ষিকা ADI Office গেলে খুব বিরক্ত হতেন। মানবেন্দ্রবাবু ঘাটালের অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক হিসেবে যোগদান করার পর স্কুলগুলিকে সাফ জানিয়ে দেন, দরকার হলে তিনি বিকেল ৫টার পর অফিস করবেন কিন্তু তিনি ক্লাস বন্ধ করে ADI Office-এ আসা বরদাস্ত করবেন না। তাঁর এই নির্দেশে বেশ কিছু শিক্ষক-শিক্ষিকার ক্ষোভও বেড়ে গিয়েছিল।
বরুণা সৎসঙ্গ হাইস্কুলের প্রধান শিক্ষক সুজিত বন্দ্যোপাধ্যায় বলেন, মানবেন্দ্রবাবুর গল্প ও কবিতা লিখেন। সুন্দর আবৃত্তি ও খালি গলায় গানও করতে পারেন। তাই তাঁর মতো বহুমুখী প্রতিভা সম্পন্ন একজন ADI-এর সান্নিধ্য পাব না জেনে খুব খারাপ লাগছে।
স্কুল পরিদর্শকের সঙ্গে কথা বলে উদ্ধুদ্ধ ছাত্রছাত্রীরা

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015