চালু হচ্ছে নতুন প্রকল্প ‘দুয়ারে সরকার’

সুইটি রায়: রাজ্য সরকারের প্রকল্পগুলি নিয়ে সাধারণ মানুষের কাছে  পৌঁছে যাবার জন্য  ‘দুয়ারে সরকার’ নামে  একটি নতুন পরিকল্পনা চালু হচ্ছে ১ ডিসেম্বর থেকে।  এই পরিকল্পনায় পুরো ডিসেম্বর এবং জানুয়ারি মাস ধরে  ঘাটাল মহকুমার পাঁচটি ব্লকের ৪৮টি গ্রামপঞ্চায়েত এবং পাঁচটি পুরসভার ৪৮টি ওয়ার্ডে  বিশেষ ক্যাম্প করা হবে। ১০ টি সুনির্দিষ্ট পরিষেবার আবেদন  এই ক্যাম্পগুলি থেকে করা যাবে। এ বিষয়ে ঘাটালের মহকুমা শাসক সৌভিক চট্টোপাধ্যায়  বলেন, যে পরিষেবাগুলি তাড়াতাড়ি দেওয়া সম্ভব সেই পরিষেবাগুলির ওপরেই মুখ্যত জোর দেওয়া হবে। খাদ্যসাথীর কার্ড , স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্র, জয় জোহার বা তফসিল বন্ধু , রূপশ্রী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, ঐক্যশ্রী এবং ১০০ দিনের কাজের জবকার্ডের আবেদন করতে চাইলে এই ক্যাম্পগুলিতে উপস্থিত থেকে সাথে সাথেই মিলবে পরিষেবা। কোনও রকম অভিযোগ করতে বা কোনও তথ্য জানতে চাইলেও  সাধারণ মানুষ এই ক্যাম্প গলিতে আসতে পারেন। প্রত্যেকদিন একটি সুনির্দিষ্ট পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি  ওয়ার্ডে এই ক্যাম্প হবে।
মহকুমা শাসকের দপ্তরের ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল বলেন, মূলত চারটি পর্যায়ে এই ক্যাম্প হবে।  প্রথম পর্যায়ে  মানুষের আবেদন, অভিযোগ ইত্যাদি গ্রহণ করা হবে।  পরবর্তী পর্যায়গুলোতে মূলত সেই সব আবেদন বা অভিযোগের নিস্পত্তি করা হবে।  প্রথম পর্যায়ে ১ ডিসেম্বর থেকে ১১  ডিসেম্বর পর্যন্ত ক্যাম্পগুলি চলবে।  দ্বিতীয় পর্যায়ে ১৫ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত, তৃতীয় পর্যায়ে ২ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি  পর্যন্ত এবং সবশেষে ১৮  থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত এই ক্যাম্পগুলি চলবে।
ইতিমধ্যেই গত বৃহস্পতিবার  নবান্ন থেকে  এই বিষয়ে নির্দেশিকা জারি হয়েছে।  সেই নির্দেশ মোতাবেক  ঘাটাল মহকুমায়  মহকুমা প্রশাসনের দ্বারা একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। ঘাটালের মহকুমা শাসকের তত্ত্বাবধান ও উদ্যোগে   শুক্রবার ২৭ নভেম্বর টাস্কফোর্সের  একটি পরিকল্পনা সভাহয়।  সভাতে উপস্থিত ছিলেন মহকুমার সমস্ত ব্লকের বিডিওরা, মহকুমার পুলিশ আধিকারিক  অগ্নিশ্বর চৌধুরী, ঘাটাল হাসপাতালের সুপার ডাঃ সম্রাট রায়চৌধুরী , ঘাটাল পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন বিভাসচন্দ্র ঘোষ,  তথ্য সংস্কৃতি দপ্তর এবং খাদ্য দপ্তরের আধিকারিকক সহ অন্যান্য দপ্তরের প্রতিনিধি ও আধিকারিকেরা।   মহকুমা শাসক বলেন, সাধারণ মানুষের কাছে রাজ্য সরকারের সুযোগ সুবিধাগুলি দ্রুত পৌঁছে দেবার জন্যই  দুয়ারে সরকার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।  এই  পরিকল্পনাতে ১০টি নির্দিষ্ট পরিষেবা প্রদান করার উদ্দেশে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি ওয়ার্ডগুলিতে ডিসেম্বর এবং জানুয়ারিতে  বিশেষ ক্যাম্প করা হবে।  সাধারণ মানুষ   এই ক্যাম্পগুলি তে এসে আবেদন করলে দ্রুততার সাথে নিস্পত্তি করা হবে।  এই বিষয়ে বিডিও অফিস এবং মিউনিসিপ্যালিটিগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। পঞ্চায়েত এলাকার ক্ষেত্রে বিডিও এবং মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে মহকুমাশাসক এই পরিকল্পনা রূপায়ণে বিশেষ নজর রাখবেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015