দুর্ঘটনায় বালকের মৃত্যু, মৃতদেহ নিয়ে বিক্ষোভ দাসপুরে

নিজস্ব সংবাদদাতা: দাসপুর থানার বাসুদেবপুরে দুর্ঘটনায় এক বালকের মৃত্যু। মৃতদেহ নিয়ে আজ ৫ নভেম্বর সকালে বিক্ষোভ শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ গিয়েছে ঘটনাস্থলে। মৃত বালকের নাম মণিরুল আলি। বয়স ১২ বছর। দুর্ঘটনাটি কিছু দিন আগে হলেও গত রাতে কলকাতার একটি হাসপাতালে সে মারা গিয়েছে। [•বিক্ষোভের ভিডিও]
পুলিশ ও স্থানীয় সূ্ত্রে জানা গিয়েছে, আগস্ট মাসে মহরমের দিনে বিকেলে বাইকের ধাক্কায় গুরুতর জখম হয়েছিল দাসপুর থানার বাসুদেবপুরের বছর বারো বয়সের মণিরুল আলি। তাকে বাইকে করে ধাক্কা দেয় প্রসেনজিৎ হাজরা নামে ওই গ্রামেরই এক যুবক। কিন্তু মণিরুল এবং প্রসেনজিত এই দুজনের বাড়িই একই গ্রামে হওয়ায় তখন থানায় অভিযোগ করতে দেওয়া হয়নি। শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা বিষয়টি দেখবে। চিকিৎসার খরচ সহ কোনও কিছুতেই কোনও সমস্যা হবে না। ওই ঘটনার কয়েক দিন পরেই প্রসেনজিৎ রাজ্যের বাইরে চলে যায়।
মণিরুলদের বাড়ির লোকেদের অভিযোগ, তারপর থেকে না তো শাসক দল, না তো প্রসেনজিৎবাবুর বাড়ি থেকে ওই দুর্ঘটনাগ্রস্ত বালকের সঙ্গে যোগাযোগ করা হয়। গত রাতে সুচিকিৎসার অভাবে বালকটি মারা যায়। আজ মৃত দেয় নিয়ে ওই গ্রামের পঞ্চায়েত সদস্য অর্চনা মণ্ডলের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!