আলুই রামকৃষ্ণ-বিবেকানন্দ সমাজ সেবা প্রতিষ্ঠানের শিবির

•নিজস্ব সংবাদদাতা: ২০ অক্টোবর আলুই রামকৃষ্ণ-বিবেকানন্দ সমাজ সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ শিবির অনুষ্ঠিত হল। একই সঙ্গে এদিন একটি রক্তদান শিবিরও আয়োজিত হয়। রক্তদান শিবিরে ৫ জন মহিলা সহ মোট ৮০ জন রক্তদান করেন। রক্তদান শিবিরটি এবছর চতুর্থবর্ষে পড়ল। ওই প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক অরূপকুমার ঘোষ বলেন, মূলত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশোতম জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে শিবিরটি আয়োজিত হয়। সংঘের সভাপতি পূর্ণিমা ঘোষ জানান, এদিন আলুই দুর্গামন্দির প্রাঙ্গনে ওই শিবিরগুলির উদ্বোধন করেন মেদিনীপুর রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক স্বামী অমর্তনন্দজি। শিবিরগুলি করতে সহযোগিতা করে হুগলির মাখলা ডাঃ বিসি রায় মেডিসিন ব্যাঙ্ক। অরূপবাবু বলেন, এদিন কলকাতার ডাক্তার দিয়ে ২২১ জন শিশু-মহিলা ও পুরুষের স্বাস্থ্য পরীক্ষা হয়  এবং তাদের প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। উল্লেখ্য, এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরটি এবছর দশম বর্ষে পড়ল।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!