মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করল দাসপুরের এক সমবায়

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করল দাসপুরের এক সমবায়। দাসপুর ১ নম্বর ব্লকের নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েত এলাকার রামদাসপুর দেশপ্রাণ কৃষিউন্নয়ন সমিতির পক্ষে নাড়াজোল মহেন্দ্র একাডেমীর সামনে রাখা হল ওই অ্যাম্বুলেন্স। ওই সমবায়ের পক্ষে জানানো হয়েছে, নাড়াজোল মহেন্দ্র একাডেমীতে এবার সীমানা,নয়াগ্রম,গোটগেড়্যা,রাজনগর,দেওয়ানচক ও চাদুর এলাকার মোট ৪৩৭ জন মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে।

এই সব মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই তাদের পরীক্ষা চলাকালীন কোনো শারীরিক সমস্যা হলে দ্রুত তাদের হাসপাতালে পৌঁছে দিতেই এই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা। ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার সমিতির পক্ষে কেন্দ্রে আগত সকল পরীক্ষার্থীদের হাতে কলম,জলের বোতল,গোলাপ দেওয়ার পাশাপাশি শুধুমাত্র পরীক্ষার দিনগুলির জন্য এই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!