মেদিনীপুরে অনন্যা রায়কে সংবর্ধনা

অনামিকা বন্দ্যোপাধ্যায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ জাতীয় ক্রীড়া দিবস এবং হকির জাদুকর মেজর ধ্যানচাঁদ সিংয়ের জন্ম দিবস। এই উপলক্ষে জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের উদ্যোগে জেলার কৃতি ক্রীড়াবিদদের সংবর্ধনা জ্ঞাপন করা হল ও রক্তদান শিবির অনুষ্ঠিত হল মেদিনীপুরে। সেখানে সংবর্ধনা দেওয়া হল ঘাটাল মহকুমার সিংহপুর-খড়ার এর বাসিন্দা অনন্যা রায়কে।
অনন্যা রায় বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে সদ্য কলেজ জীবন শুরু করেছে। ইংরেজি সাহিত্যে সাম্মানিক বিষয় নিয়ে ভর্তি হয়েছে কলকাতার মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজে। মেদিনীপুর মিশন বালিকা বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন তিনি। চিকিৎসক হওয়ার ইচ্ছে আছে। তাই কলেজের পাশাপাশি চলছে নীট পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি। এখন তিনি কলকাতায় থাকেন। তবে জাতীয় বিদ্যালয় ক্রীড়ায় নিয়মিত অংশগ্রহণ করে জেলা তথা রাজ্যের মুখ ঊজ্জ্বল করেছেন তিনি। তার হাত ধরেই প্রচারের আলোতে এসেছে মহিলাদের জন্য বিশেষ ক্রীড়া ‘রিদমিক জিমন্যাস্টিক’।
জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদ-এর আমন্ত্রণে আজ সকালে মেদিনীপুর শহরে আয়োজিত একটি অনুষ্ঠানে তার হাতে সম্মাননার স্মারক ও গাছের চারাসহ নানান উপহার সামগ্রী তুলে দেন গড়বেতা ব্লক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার সভাপতি জয় রায়। উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদ-এর সম্পাদক সোমনাথ দাস ও বিশিষ্ট জনেরা।
সোমনাথ দাস বলেন, “পশ্চিম মেদিনীপুর এখন খেলাধুলায় অনেক এগোচ্ছে, অনন্যা এর যেমন স্কুল গেমস্ এর জীবন শেষ হলো তেমন মিষ্টি সেন স্কুল গেমস্ এর শুরু হলো। অনন্যা আমাদের জেলার গর্ব, ও একজন কৃতী জাতীয় স্তরের রিদিমিক জিমন্যাস্ট। করোনার সময় লক ডাউন-এর জন্য স্কুল গেমস্ না হওয়ায় আমরা অনন্যাকে দু-বছর পাইনি, ওর দুইটা স্কুল গেমস্ও খেলতে পারেনি। আমরা আবার অনন্যাকে ২০২২ এর স্কুল গেমস্ এ পেয়েছি। এটাই ওর শেষ স্কুল গেমস্ ছিল। এরপর ইউনিভার্সিটি গেমস্ খেলবে ও, আমরা ওর সাফল্য কামনা করি। আমাদের রাজ্যের নাম আরো উজ্জ্বল করুক।”
অনন্যা রায় বলেন, “আমি এই সম্মাননা পেয়ে খুবই খুশি। আমি আমার জেলা এবং রাজ্যকে গর্বিত করতে চাই। আমি এখন কলেজে পড়াশোনা করছি এবং নীট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। এর পাশাপাশি আমি রিদমিক জিমন্যাস্টিক চালিয়ে যাচ্ছি। আমি বিশ্বাস করি, আমার কঠোর পরিশ্রম এবং সততার মাধ্যমে আমি আরও উন্নতি করতে পারব এবং জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করতে পারব।”

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।