রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করবে খড়ারের অনন্যা রায়

সৌমি নাগ দত্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল: জাতীয় বিদ্যালয় ক্রীড়ায় রাজ্যের হয়ে আবার প্রতিদ্বন্দ্বিতা [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]করবে ঘাটাল মহকুমার খড়ার সিংহপুরের খড়ারের অনন্যা রায়। ২৮ তারিখ কলকাতার সল্টলেকে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) স্টেডিয়ামে আয়োজিত জাতীয় বিদ্যালয় ক্রীড়ার রাজ্যস্তর নির্বাচন পর্বে আবারও নির্বাচিত সে। মেদিনীপুরের মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের ছাত্রী অনন্যা এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে। স্কুল গেমসে এটিই ওর বিদায়বর্ষ। তাই রাজ্যস্তরের টিম নির্বাচনের পর এবারেও রাজ্যের হয়ে পদক ও ট্রফি আনার জন্য গভীর ইচ্ছা তার। ষষ্ঠ শ্রেণি থেকে অনন্যা নিয়মিত জিমন্যাস্টিক ক্রীড়ায় সাফল্যের সাথে ঘাটাল মহকুমা, পশ্চিম মেদিনীপুর জেলা তথা পশ্চিমবঙ্গ রাজ্যের হয়ে বিশেষ অবদান রেখে চলেছে জাতীয়স্তরে। রিদমিক জিমন্যাস্টিক মেয়েদের জন্য এক বিশেষ প্রকার ক্রীড়া, যা অলিম্পিকেও খেলা হয়। আমাদের রাজ্যে এই ক্রীড়া প্রচারের আলোতে আসে অনন্যার মাধ্যমে। রাজ্যের মন্ত্রী, জেলা শাসক, ক্রীড়া দপ্তর ও নানান প্রতিষ্ঠান থেকে নানান সময় সংবর্ধনা পেয়েছে সে। অনন্যার বাবা সৌমিত্র রায় এই জেলার একটি গ্রামপঞ্চায়েত অফিসে চাকরি করেন। পাশাপাশি তিনি কবিতা লেখা ও সাহিত্য চর্চা করেন। সৌমিত্রবাবু বলেন,  অনন্যার ইচ্ছা চিকিৎসক হওয়ার। তবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলো, সাহিত্যচর্চাতেও সমান আগ্রহী। আমরা ওর প্রতিভার বিকাশে সবসময়ই উৎসাহিত করি।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।