টিভিতে একই সঙ্গে গান গাওয়া ও অভিনয়ের সুযোগ পেল দাসপুরের অঙ্কনা

মন্দিরা মাজি, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল: দিতে গিয়েছিল গানের অডিশন, কিন্তু সেখানে গিয়ে [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] অভিনয়ের জন্য অডিশন দিয়ে তাতে সুযোগও পেয়ে গেলো অঙ্কনা দে। অঙ্কনার বাড়ি দাসপুর-১ ব্লকের ফকিরবাজারে। ১৯ জুন মেদিনীপুরের স্টেশন রোড গ্ৰিন প্যালেস লজে ছিল তার গানের অডিশন। পিতৃ দিবসের দিন বাবাকে উৎসর্গ করে একটি গান গেয়ে অডিশনও দিয়েছিল অঙ্কনা। তার আগেই ওই একই জায়গাতে হয়েছিল অভিনয়ের অডিশন। যেহেতু ছোটবেলায় কয়েক বছর অভিনয় শিখেছিল অঙ্কনা তাই মা কুহু বিদ দে’র কথায় ওইদিন ওখানে অভিনয়ের অডিশনও দেয় সে। আকাশ ৮ নামে টিভি চ্যানেলের ‘পুলিশ ফাইল’ নামে একটি সচেতনতামূলক সিরিয়ালের অভিনয়ের জন্য সিলেক্টেড হয় সে। আকাশ ৮ নামে ওই টিভি চ্যানেলে দুটি অডিশনেই সফল হয়েছে অঙ্কনা। কুহুদেবী বলেন, ছোট থেকে শুনে শুনে গান করত অঙ্কনা। তবে বাদ্যযন্ত্রের সঙ্গে গান করার প্রশিক্ষণ শুরু হয়েছিল ৯ বছর বয়স থেকে। ওইদিনও গানের অডিশন দেওয়ার জন্যই মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে গিয়েছিল। তবে অভিনয় করা নিয়ে ওর সেভাবে কোনও আগ্ৰহ দেখিনি। বলা যেতে পারে কিছুটা বিরক্তি হয়েই অভিনয়ের অডিশন দিয়েছিল ওইদিন।

অঙ্কনা বর্তমানে সুলতাননগর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করছে। অঙ্কনার মাও একজন খুব ভালো মঞ্চশিল্পী, বাবা অনুপম দে হাট সরবেড়িয়া বিএড কলেজের লাইব্রেরিয়ান, সেইসঙ্গে ভালো মাউথঅরগান বাজান। তবে এইভাবে হঠাৎ করে ক্ষুদে আর্টিস্ট হয়ে অভিনয়ের সুযোগ পাওয়ায় খুশি হয়েছেন অঙ্কনার পরিবার।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015