বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে ক্ষীরপাইতে গ্রেপ্তার সেনা জওয়ান

তনুপ ঘোষ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধারাবাহিক ভাবে এক মহিলাক সহবাস করে আসার অভিযোগ উঠেছে ক্ষীরপাই শহরের কাশীগঞ্জের বাসিন্দা মুজিবর চৌধুরী ওরফে আতাউল চৌধুরী নামে সেনাবাহিনীর এক কর্মীর বিরুদ্ধে। সেই অভিযোগেই তাকে রবিবার গ্রেপ্তার করা হয়েছে। ঘাটাল মহকুমা পুলিস আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী বলেন, অভিযুক্ত প্রেমিককে রবিবার গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে সহবাসের অভিযোগ রয়েছে। আজ সোমবার তাকে ঘাটাল আদালতে তোলা হয়ে দুদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ঘাটাল আদালতের আইনজীবী সমীরকুমার ঘোষ বলেন, শুধু বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস নয়। সেনা বাহিনীর ওই কর্মীর বিরুদ্ধে মহিলার টাকা ও সোনা হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে।
সালমা খাতুন নামে ওই মহিলার বাড়ি চন্দ্রকোণা থানার হাটপুকুরে। বেশ কয়েক বছর আগে তাঁর সঙ্গে মুজিবরের আলাপ এবং পরে প্রেম হয়। বেশ কিছু দিন প্রেম চলার পর মুজিবর হঠাৎই সম্পর্ক ভেঙে দিলে সালমার বাড়ির লোকেরা তাঁর অন্য জায়গায় বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। বিয়ের পর সালমার একটি সন্তানও হয়। তারপরই মুজিবর সালমার সঙ্গে ফের যোগাযোগ করে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। ফলে আবার প্রেম শুরু হয়। চুটিয়ে প্রেমও চলে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মুজিবর বহুবার সহবাসও করে বলে সালমার অভিযোগ। সালমা বলেন, ওর প্রয়োজনে আমার কাছে যে নগদ আড়াই লক্ষ টাকা এবং তিন লক্ষ টাকার গয়না ছিল তাও দিয়ে দিই। আবার বেশ কয়েক মাস হল মুজিবর সালমাকে কোনও রকম পাত্তা দিচ্ছে না। মুজিবরকে ফিরে পেতে ১৭ জুলাই সালমা মুজিবরের বাড়িতে ধরনায় বসে। তাতেও কোনও কাজ না হতে শেষ পর্যন্ত সালমা মুজিবরের বিরুদ্ধে অভিযোগ করে। পুলিস জানিয়েছে সেই অভিযোগের ভিত্তিতেই রবিবার মুজিবরকে গ্রেপ্তার করা হয়।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]