১৬ মার্চ ২০২০: এক নজরে ঘাটাল মহকুমার সমস্ত খবর

    • আজ ঘাটাল শহরে এক ছাত্রীর হার ছিনতাই হল। সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ঘাটাল শহরের ৭ নম্বর ওয়ার্ড়ে। আগমনী গুছাইত নামে এক ছাত্রী ঘাটাল শহরের রথতলাতে পড়তে গিয়েছিল। সাইকেলে করে ফেরার সময় তার গলার হারটি ছিনতাই করে দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা বাইকে ছিল বলে জানা গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রিপোর্ট মনসারাম কর।
    • ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল দুটি গরু সহ পাশাপাশি তিনটি দোকান। ১৫ মার্চ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে খড়ার পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বনবুড়ি তলায়। গ্যাস সিলিণ্ডার থেকেই আগুন লাগার সূত্রপাত বলে জানা গেছে। ঘাটাল থেকে দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।কয়েক লক্ষ টাকার সম্পদ ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। রিপোর্টে কুমারেশ চানক।

  • ঘাটাল শহরের ৫নম্বর ওয়ার্ডে একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হল। আজ ওই স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্যাধিকারিক ডাঃগিরিশচন্দ্র বেরা। ঘাটাল পুরসভার চেয়ারম্যান বিভাসচন্দ্র ঘোষ বলেন, ওই স্বাস্থ্য কেন্দ্রটি চালু হওয়ার ফলে শহরের ৪ থেকে ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের চিকিৎসা পরিষেবা পেতে সুবিধে হবে। রিপোর্ট সুকান্ত চক্রবর্তী।
  • গ্রেপ্তার হলেন অটো চালক। ১৫ মার্চ বিকেলে দাসপুর থানার জোতকানুরাম গড়ে অটো উল্টে গেলে মারা যান এক মহিলা যাত্রী এবং আহত হন ৯ জন। ওই ঘটনায় অটো চালকের বিরুদ্ধে ওই দিন মামলা দায়ের করা হয়েছিল। আজ অটো চালককে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়। রিপোর্ট শ্রীকান্ত ভুঁইঞা।
  • ঘাটালে স্টেট ব্যাংকের এটিএমের রক্ষীরা দীর্ঘদিন বেতন পাচ্ছেন না। এনিয়ে প্রায়ই বচসা হয় ঠিকাদার সংস্থার সঙ্গে। বেতন স্বাভাবিক করতে প্রশাসনের দ্বারস্থ হলেন রক্ষীরা। রিপোর্ট রবীন্দ্র কর্মকার
  • ঘাটালে কংগ্রেসের দলীয় কার্যালয় ভেঙে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। সোমবার দুপুরে ঘাটাল শহরের ১৭ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের দলীয় কার্যালয়টি ভাঙার অভিযোগ উঠেছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেত্রী তথা ওই ওয়ার্ডের কাউন্সিলার মিতালী মহাপাত্র। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। রবীন্দ্র কর্মকার
  • হনুমান গাছেই মারা গিয়েছিল। আজ সেই হনুমানকে গাছ থেকে নামিয়ে সৎকার করা হল।  ঘাটাল শহরের ৮ নম্বর ওয়ার্ডেব বাসিন্দারা হনুমানটির সমাধিস্থলে একটি মন্দির বানানোরও উদ্যোগ নিয়েছেন।   রিপোর্ট সন্তু বেরা।
  • সরকারি ভাবে আজ সোমবার থেকে করোনা ভাইরাসের প্রভাব রুখতে ছুটি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ধারনা ছিল কিছু ছাত্রছাত্রী নিশ্চয়ই বিদ্যালয়ে আসবে। তাদের মাঝে এই মারাত্মক মহামারীর আকার নেওয়া করোনা ভাইরাসের প্রতিরোধ লক্ষণ এবং সর্বোপরি সচেতনতার জন্য রাত জেগে স্লাইড শো বানিয়ে রেখেছিলেন দাসপুরের গোমকপোতা গুণধর বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক সুব্রত বুড়াই। আজ ১৬ মার্চ সোমবার বিদ্যালয়ে আগত ছাত্রছাত্রীদেরকে সহকারী শিক্ষক শিক্ষিকাদের নিয়ে সুব্রতবাবু সেই স্লাইড শো দেখিয়ে এই ভাইরাস সম্বন্ধে সচেতন করলেন। বিদ্যালয়ের তরফে শিক্ষক শিক্ষিকাদের এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের বক্তব্য বিদ্যালয়ে ছুটির নোটিশ ঝুলিয়ে অনায়াসে তাঁরা চলে যেতে পারতেন। বিদ্যালয়ের এই উদ্যোগ জেলা তথা রাজ্যের বিদ্যালয়গুলির কাছে এক উদাহরণ। রিপোর্টে সৌমেন মিশ্র।
  • ঘাটাল শহর ও পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুতের সমস্যা মেটাতে ঘাটাল শহর সংলগ্ন হরিসিংহপুরে বিদ্যুতের সাবস্টেশন নির্মাণ করা হচ্ছে। ৩৩ বাই ১১ কেভি ওই সাবস্টেশনের নির্মাণ কাজ শেষ হলে ঘাটাল শহর ও শহর সংলগ্ন কয়েকটি গ্রামঞ্চায়েত এলাকায় বিদ্যুতের সমস্যা থাকবে না বলে জানা গিয়েছে। এই সপ্তাহ থেকে সাবস্টেশনটি নির্মাণের কাজ শুরু হবে। রিপোর্ট সুকান্ত চক্রবর্তী।
  • স্থানীয় সংবাদ এর খবরের জেরে বন্ধ হল বালি খাদান। এমনটাই দাবি দাসপুর-১ ব্লকের নন্দনপুর-১ গ্রামপঞ্চায়েত এলাকার বাসিন্দাদের। প্রসঙ্গত, ওই গ্রামপঞ্চায়েত এলাকার মহেশপুরে কাঁসাই নদীর তীরে রমরমিয়ে চলছিল বালি খাদান। স্থানীয় সংবাদ ওই অবৈধ ব্যবসা নিয়ে বার বার খবর করে। তারই জেরে এখন ওই অবৈধ বালি খাদান বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে। রিপোর্ট ইন্দ্রজিৎ মিশ্র।
  • করোনা সতর্কতার জেরে এবার বন্ধ হল খড়ার পুরসভা এলাকার একাধিক পার্ক। আগামী ৩১ মার্চ পর্যন্ত পার্কগুলি বন্ধ রাখার নোটিশ দিল পুরসভা। একইভাবে জেলা জুড়ে সরকারি অফিসেও আগামী ৩১ মার্চ পর্যন্ত বায়োমেট্রিক হাজিরা বন্ধ রাখার নির্দেশিকা জারি পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের। করোনা সংক্রমণ এড়াতেই এই পদক্ষেপ বলে জানা গেছে। রিপোর্টে মনসারাম কর।
  • সোমবার সকালে ঘাটালের সিপিএমের নেতা বাসুদেব বেরা প্রয়াত হলেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭২বছর।১৯৭৮সালে সিপিএমের  ঘাটাল উত্তর পূর্ব এরিয়া কমিটির সদস্য পদ পাওয়ার সাথে সাথে ঘাটাল জোনাল কমিটির সদস্য হন তিনি।  তাঁর শেষ শ্রদ্ধা জানাতে সিপিএম নেতা অশোক সাঁতরা,উত্তম মন্ডল,সুবোধ রায় সহ  অন্যান্য সিপিএম কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। রিপোর্ট শ্রীকান্ত ভুঁইঞা

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!