সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: চোখের নিমেষেই ATM কার্ড বদলে নিয়ে ৪৫ হাজার টাকা হাতিয়ে নিল দাসপুরের এক ব্যক্তির। রবিবার রাতে দাসপুর গঞ্জের এক ATM কাউন্টারে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দাসপুরে। পুলিশ জানিয়েছে, তারা অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে। রবিবার সন্ধ্যায় দাসপুরের স্টেটব্যাঙ্কের সামনের এটিএম কাউন্টার থেকে নতুন কার্ডের পিন জেনারেট করতে গিয়েছিলেন ওই গঞ্জের বাসিন্দা সুদর্শন সাউ। সেই সময় ওই ATM রুমের ভেতর তিন থেকে চারজনের মতো ব্যাক্তি ছিলেন। এটিএমের মধ্যে কাগজপত্র গুছানোর সময় তাঁরই অলক্ষ্যে এটিএম কার্ডটি বদলে অন্য একটি এটিএম সুদর্শনবাবুর এটিএমের সামনে রেখে দেওয়া হয়। সুদর্শনবাবু বলেন, আমি খেয়াল না করেই সেটি বাড়িতে নিয়ে চলে আসি। কিছুক্ষণ পরেই তাঁর এটিএম থেকে টাকা তোলার মেসেজ আসে। তখনই তাঁর টনক নড়ে যায়।
এই মুহূর্তে
টোটোর সঙ্গে ডাম্পারের ধাক্কায় আহত টোটো চালক সহ ২
নিজস্ব প্রতিনিধি, 'স্থানীয় সংবাদ', ঘাটাল: বরদা-মাংরুল রাজ্য সড়কে টোটোর সঙ্গে ডাম্পারের ধাক্কা, আহত দুজন।
আজ রবিবার সকালে পথ খড়ারের গোবিন্দপুর একঢেলের মোড় সংলগ্ন এলাকায় পথ...