চন্দ্রকোণায় প্রতিবেশীকে এলোপাথারি কাটারির কোপ, চাঞ্চল্য

সৌমেন মিশ্র: নালাতে মাছ ধরার বাড় রাখা নিয়ে দুই পড়শির বিবাদ, প্রথমে হাতাহাতি, পরে ধারালো কাটারি নিয়ে অতর্কিতে এক পড়শিকে এলোপাতাড়ি কোপ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটে  আজ২০ আগষ্ট শনিবার বিকেলে  চন্দ্রকোণা থানার কুয়াপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  আজ বিকেলে কুয়াপুর এলাকার একটি নালাতে মাছ ধরার বাড় রাখা নিয়ে গ্রামেরই বাসিন্দা স্বরূপ পূজারী(২৫) সাথে স্বপন দোলইয়ের(৫২)  লেগে যায় তর্ক বিতর্ক। এতেই চরম উত্তেজনা সৃষ্টি হয়, স্থানীয় সূত্রে খবর প্রথমে দুজনের হাতাহাতি শুরু হয়, তারপরে ধারালো কাটারি দিয়ে স্বরূপ পূজারী স্বপন দোলইকে এলোপাতাড়ি কোপ বসাতে শুরু করে।  হাতে ঘাড়ে ও পিঠে একের পর এক কোপের ফলে ঘায়েল হয় স্বপন দোলই। রক্তাক্ত অবস্থা স্থানীয়রা স্বপনকে উদ্ধার করে প্রথমে চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতাল ও পরে মেদিনীপুর থেকে কলকাতাতে স্থানান্তরিত করা হয় । ঘটনার খবর পেয়ে পৌঁছায় চন্দ্রকোণা থানার পুলিশ। অন্যদিকে ওই ঘটনায় স্বরূপ পূজারীও আহত হয়ে চন্দ্রকোণা হাসপাতালে চিকিৎসাধীন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!