সমাজ সচেতনতার বার্তার নিরিখে ঘাটাল শহরের পুজো কমিটিগুলিকে শারদ সম্মান দেবে অভয়া স্বেচ্ছাসেবী সংগঠন

মন্দিরা মাজি, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: অভয়া স্বেচ্ছাসেবী সংগঠন এর অভিনব প্রয়াস এবছরের দুর্গাপুজোতে। ঘাটাল শহরের পুজো কমিটিগুলিকে শারদ সম্মান দেবে তাদের সমাজ কল্যাণ ও সমাজ সচেতনতামূলক বার্তা কাজকর্মের নিরিখে। সংগঠনের তরফে শুভঙ্কর ঘোষ বলেন, যে সমস্ত পুজো কমিটিগুলি এবারের পুজোতে তাদের অনুষ্ঠানে সমাজ কল্যাণ ও সমাজ সচেতনতার বার্তা তুলে ধরবে আগত দর্শনার্থীদের সামনে তাদের সম্মান দেওয়া হবে। তাদের কাজের নিরিখে তিনটি পুজো কমিটিকে বেছে নেওয়া হবে। সমাজ সচেতনতার বার্তার মধ্যে দুঃস্থদের বস্ত্র বিতরণ, পরিবেশ রক্ষা, সাপ কামড়ালে তার প্রতিকার কীভাবে করবে, বাল্য বিবাহ রোধ নিয়ে সচেতন করা, কন্যা ভ্রূণ হত্যা রোধ, সেফ ড্রাইভ সেভ লাইফ, মোবাইলে আসক্তি, সাইবার প্রতারণা ও ডেঙ্গু সচেতনতামূলক প্রচার হল উল্লেখযোগ্য কয়েকটি বিষয়।

উল্লেখ্য, অভয়া হল নবগঠিত কুশপাতার একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যাদের মূল কাজ হল সমাজ সেবামূলক কাজকর্ম করা। এই বছর তাদের প্রথম বছর। পরবর্তীতে তারা তাদের লক্ষ্য নিয়েই এগোবে বলে জানান শুভঙ্কর ঘোষ। এছাড়াও পথ কুকুরদের যে কোনও বিপদে তারা এগিয়ে আসবে। তারজন্য তারা ডগ কলিং ট্যাব বসাবেন বলেও জানা গিয়েছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015