নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হল

মন্দিরা মাজি, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ভারত সরকারের ক্রীড়া এবং যুব মন্ত্রকের অধীনে নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হল। [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] নেহেরু যুব কেন্দ্রের সম্পাদক ত্রিদীপ বেরা বলেন, পশ্চিম মেদিনীপুর বিভাগের সহযোগিতায় এবং চককুমার অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল সার্ভিস এর ব্যবস্থাপনায় পালিত হয় এই পথ নিরাপত্তা সপ্তাহ। ডেবরা পুলিশের ট্রাফিক বিভাগ এবং ডেবরা কলেজ এর এনএসএস ইউনিটও সহযোগিতা করেছে এই সচেতনতা শিবিরে। ১১ জানুয়ারি থেকে ১৭ জানয়ারি পর্যন্ত এক সপ্তাহ ব্যাপী পালিত হয়েছে এই পথ নিরাপত্তা সপ্তাহ। যেখানে ডেবরার জাতীয় সড়ক, বালিচক রাজ্য সড়কে ঘুরে ঘুরে মানুষকে পথ নিরপত্তা নিয়ে বোঝানো হয়। ডেবরা থানা এলাকার ২৫ জন ভলান্টিয়ারস বালিচকের বিভিন্ন স্থানে পথ চলতি মানুষ, বাইক চালক এবং গাড়ি চালকদের পথ নিরাপত্তার গুরুত্ব এবং সচেতন করেন। তাদের বোঝানো হয় হেলমেট পরার গুরুত্ব, গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করার ব্যাপারে। তিনি আরও বলেন, পতাকা উত্তোলন করে ১১ জানুয়ারি অনুষ্ঠানের সূচনা করা হয়। ডেবরা পুলিশের ট্রাফিক বিভাগের ওসি আমন ছেত্রী পতাকা উত্তোলন করেন। ওইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেবরা থানার অন্যান্য অফিসাররা, ডেবরা কলেজের এনএসএস এর দায়িত্ব প্রাপ্ত শিক্ষক এবং চককুমার অ্যাসোসিয়েশন এর সম্পাদক, নেহেরু যুব কেন্দ্রের আধিকারিক প্রমুখ। এই উদ্যোগকে সংশ্লিষ্ট সকলে সাধুবাদ জানিয়েছেন। পথ দুর্ঘটনা কমানোর ক্ষেত্রে এই উদ্যোগ অনেকখানি কাজে আসবে বলে মনে করছেন সাধারণ মানুষ।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015