নদীপাড় ভাঙন: ক্ষতির মুখে দেবের সাংসদ তহবিলের আট লক্ষ টাকার খেয়াঘাট নির্মান

মনসারাম কর, সাংবাদিক, স্থানীয় সংবাদ: দ্রুত গতিতে ভাঙছে ঝুমি নদীর একটি অংশ। ধস নামতে নামতে নদী গর্ভে চলে যাচ্ছে চাষযোগ্য জমিও। এবার ক্ষতির মুখে দেবের সাংসদ কোটার প্রায় আট লক্ষ টাকার খেয়াঘাট নির্মানের অংশ। ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের বালিডাঙা-কোমরা খেয়াঘাট সংলগ্ন বালিডাঙার  খেয়াপারাপারের একটি অংশে আগেই ধস দেখা দিয়েছিল। এবার বন্যায় সেই ধস বেড়ে গিয়ে ক্ষতির মুখে দাঁড়িয়ে সাংসদ কোটার নির্মান। এই অংশের নদীভাঙন আটকানোর দাবি জানিয়ে গ্রাম পঞ্চায়েত অফিসে বার বার দরবার করেছেন এলাকার অনেকে। ভাঙনের ফলে খেয়াপারাপারের অসুবিধার কথা গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানিয়েছেন বরাত পাওয়া ঘাট মালিকও। বর্তমান ঘাট মালিক উৎপল মাজি জানান, ভাঙনের ফলে খেয়াপারাপারের ক্ষেত্রেও ব্যাপক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, এখনই প্রশাসনিক ভাবে ব্যবস্থা গ্রহন না করলে অল্প সময়ের মধ্যে সাংসদ কোটার নির্মানের একটি অংশও নদী গর্ভে চলে যাবে। ভাঙন নিয়ে পঞ্চায়েত অফিসে আগেই সরব হয়েছিলেন এই স্থানের ব্যক্তিগত জমির মালিকও। অভিযোগ গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ সব জেনেও  তাতে নজর দিচ্ছে না। এই নিয়ে ঘাটালের সেচ ও জলপথ দপ্তরের অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার সুমিত কুমার দাস জানান, খুব শীঘ্রই ওই স্থান পরিদর্শন করবেন তিনি এবং তারপর উপযুক্ত ব্যবস্থা গ্রহন করা হবে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।