বাবলু মান্না, স্থানীয় সংবাদ: বাইক দুঘর্টনায় গুরুতর জখম হল এক যুবক। আজ ৩০ জুন দাসপুর থানার চাঁইপাটে রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে। জানা যায় দুর্ঘটনাগ্রস্ত বাইক চালকের নাম দীপঙ্কর বেরা, বাবার নাম দিলীপ বেরা। দাসপুর থানার মহিষঘাটাতে বাড়ি। বছর পঁচিশের ওই যুবককে পা ভাঙা অবস্থায় পুলিশ উদ্ধার করে সোনাখালি হাসপাতালে পাঠিয়েছে। জানা যাচ্ছে একটি ছয় চাকার লরি দাঁড়িয়েছিল, পেছন থেকে বাইক নিয়ে ধাক্কা মারে ওই যুবক। যুবকটি কর্মসূত্রে বাইরে থাকে। উল্লেখ্য, কিছুদিন আগেও ওই জায়গাতেই একটি দুর্ঘটনা ঘটেছিল।
এই মুহূর্তে
দাসপুরে নাবালিকার বিয়ে বন্ধ করল প্রশাসন
শ্রীকান্ত ভুঁইয়া, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল:দাসপুর থানার ডোঙাভাঙায় এক নাবালিকার বিয়ে রুখল পুলিশ ও প্রশাসন। আজ ১৪ তারিখে ওই গ্রামের সমু মাইতির সঙ্গে ওই গ্রামের...