পুলিশ বাজেয়াপ্ত করেছে বন্দুক। গুলিবিদ্ধ পাখিসহ এক শিকারীকে ধরে ফেলে এলাকাবাসী

বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ শনিবার রাতে দাসপুর পলিশ এক শিকারীর বন্দুক বাজেয়াপ্ত করল। তবে শিকারী রাতের অন্ধকারে গা ঢাকা দিয়েছে। ঘটনায় দাসপুর থানার ফরিদপুর হরিতলা এলাকার খাঁড়াপাড়ায় এক চোরা পাখি শিকারিকে আটকে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, এলাকায় বলা চলে প্রকাশ্যে বন্দুক দিয়ে শিকার চলে লুপ্তপ্রায় সব পাখির পাশাপাশি পরিযায়ী পাখির। ওই চোরা চালানকারীর কাছ থেকে বক, ডাহুক, পানকৌড়ি, শ্যামখোল মিলিয়ে প্রায় দশ টিরও বেশি গুলিবিদ্ধ পাখি উদ্ধার হয়েছে। জানা গেছে, আজ ১০ ডিসেম্বর সন্ধ্যে নাগাদ ওই এলাকায় দুজন ব্যক্তি বন্দুক নিয়ে বিভিন্ন ধরনের পাখি শিকার করতে থাকে, গুলির শব্দে স্থানীয় বাসিন্দারা তাদেরকে হাতেনাতে ধরে ফেলে। তবে একজন বন্দুক নিয়ে চম্পট দেয় অপর একজনকে ধরে রেখে উত্তেজিত জনতা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে সিভিক পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে। ঘটনাস্থল থেকেই উদ্ধার হয় শিকারে ব্যবহার করা বন্দুকটিও। গ্রামবাসীদের হাতে ধৃত শিকারি নিজের মুখে স্বীকার করে বেশ কিছুদিন ধরে তারা বিভিন্ন এলাকায় ঘুরে শীতের বিভিন্ন পরিযায়ী পাখি সহ অন্যান্য পাখিদের শিকার করেছে। প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও দাসপুর এলাকায় বারে বারে এক দল পাখি শিকারী এইভাবে বন্যপ্রাণ ধ্বংস করায় স্বভাবতই ক্ষিপ্ত সাধারণ মানুষ।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।