বীরসিংহ উন্নয়ন পর্ষদের কাজ খুব শীঘ্রই শুরু হচ্ছে, এমনই আশ্বাস দিলেন দেব

কুণাল সিংহরায় ও আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: বীরসিংহ উন্নয়ন পর্ষদের কাজ খুব শীঘ্রই শুরু হচ্ছে, এমনই আশ্বাস দিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেব এবং পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক তথা বীরসিংহ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ডক্টর রশ্মি কমল। আজ ১৪ জুন বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহে ওই উন্নয়ন পর্ষদের একটি মিটিং ছিল, সেই মিটিংয়ের শেষেই তাঁরা এই আশ্বাস দেন।প্রসঙ্গত ঘাটাল ব্লকের সমস্ত এলাকা, খড়ার পুরসভা, ঘাটাল পুরসভা, ক্ষীরপাই পুরসভা এবং চন্দ্রকোণা-১ ব্লকের মাংরুল,মানিককুন্ডু,মনোহরপুর-১ ও মনোহরপুর-২ গ্রাম পঞ্চায়েত নিয়ে এই বীরসিংহ উন্নয়ন পর্ষদ গঠিত হচ্ছে। ওই পর্ষদই ওই সমস্ত এলাকার উন্নয়ন করবে। সেজন্যই এদিন বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহে একটি বিশেষ মিটিংয়ের আয়োজন করা হয়েছিল। সেখানেই পর্ষদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। মিটিংয়ের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেব বলেন, ঘাটালের কেন্দ্রীয় বাসস্ট্যাণ্ডের সার্বিক উন্নয়নের কথা এবং শিলাবতী নদীর ওপর ব্রিজটি নতুনভাবে নির্মানের ওপর জোর দিয়েছেন। দিলীপ মাজি সেন্ট্রাল বাসস্ট্যান্ডের মূর্তি সরিয়ে সামনের জায়গা প্রশস্ত করার ওপর জোর দিয়েছেন। জেলা শাসক জানান, বীরসিংহ মোড় এবং বীরসিংহে দুটি সুন্দর গেট বা তোরণ তৈরি হবে রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের সঙ্গে ভার্চ্যুয়াল কনফারেন্সও হয়। সাংসদ দেব ও ডি এম রশ্মি কমল ছাড়াও উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক শৌভিক চট্টোপাধ্যায়, ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল, ঘাটালের বিডিও সঞ্জীব দাস, চন্দ্রকোণার বিডিও রথীন্দ্রনাথ অধিকারী, খড়ার পুরসভার উপ-প্রশাসক অরূপ রায়, বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শক্তিপদ বেরা, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাজি, ঘাটাল পুরসভার প্রশাসক বিভাস ঘোষ, ক্ষীরপাই পুরসভার প্রশাসক দুর্গা শংকর পান এবং সাংসদ প্রতিনিধি রামপদ মান্না প্রমুখ।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015