নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ: এলাকার দুঃস্থ ব্যক্তিদের কম্বল বিতরণ করা হল। ৭ নভেম্বর দাসপুর-১ ব্লকের বেলিয়াঘাটা গ্রামে মোট পঁচিশজন দুঃস্থ বৃদ্ধ-বৃদ্ধাদের ওই কম্বলগুলি বিতরণ করা হয়। স্থানীয় ছাত্র-যুব ও কিছু ব্যবসায়ীগণের ব্যবস্থাপনায় এবং বিশিষ্ট সমাজসেবী সন্তু মোদকের উদ্যোগে বেলিয়াঘাটা, গোপীনাথপুর, বৈদ্যপুর ,কোটালপুর ও গাদিঘাট গ্রামের ওই দুঃস্থ বৃদ্ধ-বৃদ্ধাদের কম্বলগুলি বিতরণ করা হয়। পাঞ্জাব রাজ্যে কর্মরত সুজানগর গ্রামের বাসিন্দা কার্তিক পাখিরার আর্থিক সহায়তায় ওই কম্বলগুলি কেনা হয়। উপস্থিত ছিলেন বেলিয়াঘাটা নেতাজি ক্লাবের সম্পাদক তারক মাইতি, স্থানীয় আইসিডিএস-এর সহায়ক দিদিমণি এবং অন্যান্য ব্যক্তিবর্গ।
এই মুহূর্তে
দাসপুরে দুর্ঘটনায় গুরুতর জখম বাবা ও ছেলে
শ্রীকান্ত ভুঁইয়া ও বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: গোপীগঞ্জ সুলতানগর সড়কে দাসপুর থানার কলাইকুণ্ডুতে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাইকের সাথে মুখোমুখি ধাক্কা বালির লরির। রাস্তার...