নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ; ঘাটাল: রক্তের জোগান অব্যহত রাখতে লাগাতার রক্তদান শিবির করে চলেছে ভারতীয় রেডক্রশের ঘাটাল শাখা। আজ ১৩ জুন ঘাটালের শ্রীনগর উচ্চ বিদ্যালয়ে রেডক্রশের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে ১১ জন মহিলা সহ মোট ২৮ জন রক্তদান করেন। রেডক্রশ সোসাইটির ঘাটাল শাখার কোষাধ্যক্ষ শ্যামল কুমার রায় ও রিলিফ ইনচার্জ শুভদীপ সিংহ রায় বলেন, আজ এই শিবিরে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ গ্রাম পঞ্চায়েত প্রধান উমা হাজরা, উপপ্রধান শংকর প্রসাদ চৌধুরী, সমাজসেবী সচিদানন্দ ঘোষ প্রমুখ। গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করেই সাধারণ মানুষ রক্তদানে এগিয়ে আসেন। শিবির সহ অনুষ্ঠানটি পরিচালনা করেন উদয় হাজরা।
এই মুহূর্তে
দাসপুরে দুর্ঘটনায় গুরুতর জখম বাবা ও ছেলে
শ্রীকান্ত ভুঁইয়া ও বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: গোপীগঞ্জ সুলতানগর সড়কে দাসপুর থানার কলাইকুণ্ডুতে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাইকের সাথে মুখোমুখি ধাক্কা বালির লরির। রাস্তার...