ঘাটালে রক্তদান শিবির ও গুণীজন সংবর্ধনা

অর্ধেন্দু মাজি ও জগদীশ মণ্ডল অধিকারী: ঘাটাল মহকুমার “ঘাটাল-রানিচক [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]নদীবাঁধ রক্ষা কমিটি”র উদ্যোগে ঘাটাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় আজ ১২ মার্চ ঘাটালের শ্যামসুন্দরপুর রাজকুমার হাইস্কুলে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে ১৩ জন মহিলা সহ ৫৩ জন রক্তদান করেন। প্রদীপ জ্বালিয়ে শিবির উদ্বোধন করেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। এই কর্মসূচি উপলক্ষে গাছের চারা ও বস্ত্র বিতরণ এবং গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়।   শুরুতে স্কুল প্রাঙ্গনে বিদ্যাসাগর-বিবেকানন্দ-নেতাজি-রবীন্দ্রনাথ সহ স্কুলের প্রতিষ্ঠাতা রাজকুমার সামন্তের মূর্তিতে মাল্যদান করা হয়। মাল্যদান করেন-সুমন বিশ্বাস,নারায়ন চন্দ্র নায়ক,রাজকুমার হাইস্কুলের টিআইসি তরুণ বন্দোপাধ্যায়,বিশ্বনাথ বেরা প্রমুখ।
সভায় ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ন সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়নচন্দ্র নায়ক ও দেবাশীষ মাইতি, বন্দর ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির সভাপতি বলাই চন্দ্র পাড়ুই সহ এলাকার ২৫ জন গুণীজনকে সামাজিক কাজের স্বীকৃতি স্বরূপ সংবর্ধনা দেওয়া হয়। কমিটির যুগ্ম সম্পাদক অর্ধেন্দু মাজি ও প্রসেনজিৎ কাপাস বলেন, দলমতনির্বিশেষে গঠিত আমাদের এই কমিটির দীর্ঘ আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিলাবতী ও রূপনারায়ণের নদীবাঁধ মেরামত হয়েছে। ওই আন্দোলনের পাশাপাশি এলাকায় সামাজিক দায়বদ্ধতা পালনের উদ্দেশ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!