মহিলা পরিচালিত ঘাটালের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন হিরণও

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল মহকুমায় এই ধরনের উদ্যোগ প্রায় দেখা যায় না বললেই চলে। সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত সংগঠন ঐক্যবদ্ধ’র উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল। আজ ১৮ মার্চ ঘাটাল অরবিন্দ স্টেডিয়াম কমপ্লেক্সে রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরের সমস্ত আয়োজন মহিলারাই করেছেন বলে জানা গিয়েছে। সকালে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঘাটাল ব্লাড ডোনারস্ অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা রক্তদান আন্দোলনের বলিষ্ঠ নেতৃত্ব অসীম দাস। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ঐক্যবদ্ধর মহিলা সদস্যরাই। ঐক্যবদ্ধর তরফে পিউ ঘোষ বলেন, সমাজ সেবামূলক কাজের উদ্দেশ্যে আমাদের এই সংগঠন গড়ে তোলা হয়েছে। গ্ৰীষ্মকালে ব্লাড ব্যাঙ্কে ব্যাঙ্কে রক্তের তীব্র সঙ্কট দেখা দেয়। সেই রক্তের চাহিদা যদি একটুও পূরণ করা সম্ভব হয়, তাই গ্ৰীষ্মের শুরুতেই আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করলাম। আজকের শিবিরে ঐক্যবদ্ধর ৯ জন মহিলা সহ ২৬ জন রক্তদান করেন। সময়ের অভাবে আরও যে ক’জন এসেছিলেন তাদের ফিরিয়ে দিতে হয়েছে। যেহেতু রক্তদাতাদের কোনও উপহার দেওয়ার নিয়ম নেই তাই আমরা আমাদের সাধ্যমতো রক্তদাতাদের সম্মান জানানোর জন্য তাদের হাতে তুলে দেওয়া হয়েছে পুষ্পস্তবক, স্মারক। ঐক্যবদ্ধ-র অন্যান্য সদস্যদের মধ্যে শম্পা পাল, রিয়া মাজি, দিপালী সামন্ত, সৌমিতা পাল, শম্পা মাজি, রনিতা পাত্র, রাইনা সামন্ত, উদিতা দাস বলেন, আমাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারা হলেন ঘাটালের ব্যবসায়ী তথা সমাজসেবক রামপদ সামন্ত, ঘাটালের মহকুমা শাসকের স্ত্রী স্বাতী দাস, ঘাটাল মহকুমার বাসিন্দা তথা মুম্বাইয়ের স্বর্ণশিল্পী মধূসুদন ভূঁঞ্যা, ঘাটালের ব্যবসায়ী ও সমাজসেবক স্বপন ভুঁইয়া এবং মেচোগ্ৰামের গৃহবধূ শ্রীমতী ছন্দা বেরা। এছাড়াও খাঁকুড় গাংচে হাইস্কুলের শিক্ষক রাজীব রায় আজ রক্তদান শিবিরে উপস্থিত হয়ে রক্তদান করেছেন এবং আর্থিক সহযোগিতাও করেছেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, জেলা পরিষদের সদস্য শঙ্কর দোলই, ঘাটাল পুরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেরা প্রমুখ। হিরণ ঘাটালে প্রচারে এসে এই রক্তদান শিবিরে উপস্থিত হন এবং মহিলাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015