দাসপুরে রক্তদান শিবিরে মহিলা রক্তদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-২ ব্লকের সীতাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালনায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজ ৩০শে জুলাই সীতাপুর সমবায় সমিতি প্রাঙ্গনে শিবিরটি আয়োজিত হয়। ওই সমবায় সমিতির সভাপতি কমল মাইতি বলেন, আমাদের আজকের শিবিরে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরুষদের সাথে মহিলারাও উৎসাহীভাবে রক্তদান করলেন। কোভিড-১৯ এর এই ভয়ঙ্কর পরিস্থিতিতে রাজ্যের সমস্ত ব্লাড ব্যাংকগুলিতে দেখা দিয়েছে রক্তের তীব্র সংকট। আর সেই রক্তের সংকট পূরণের লক্ষ্যে এলাকার মানুষজনকে আমরা আহ্বান জানিয়েছিলাম,এই রক্তদান শিবিরের জন্য। আমাদের আজকের শিবিরে ৫০ জন মহিলা ও ৮০ পুরুষ সহ মোট ১৩০ রক্তদাতা রক্তদান করেছেন। কোভিড বিধি মেনে মাস্ক,স্যানিটাইজার ব্যবহার করেই আজকের শিবিরটি করা হয়।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/