রথযাত্রা উপলক্ষে রক্তদান শিবির করল গোবিন্দপুর নিমতলার রথযাত্রা উৎসব কমিটি

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: [মন্দিরা মাজির ফেসবুক👉https://www.facebook.com/mandira.maji.7140]রথযাত্রা উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল গোবিন্দপুর কবি সুকান্ত মৈত্রী সংঘ। তীব্র গরমে প্রায় প্রতিবছরই মহকুমার ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের ঘাটতি দেখা দেয়। [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]যে কারণে কখনও কখনও রক্তের জরুরি প্রয়োজনেও রক্ত পান না রোগীরা। আবার কখনও থ্যালাসেমিয়া রোগীদের রক্তের ঘাটতির কারণে রক্ত দেওয়া সম্ভব হয় না। সেই কথা মাথায় রেখেই একটি রক্তদান শিবিরের আয়োজন করল ওই সংঘ। আজ ৬ মে শনিবার গোবিন্দপুর নিমতলা রথযাত্রা প্রাঙ্গনে রক্তদান শিবির আয়োজন করা হয় বলে জানা গিয়েছে।

ওই সংঘের এক সদস্য ব্রজসুন্দর সামন্ত বলেন, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বারবারই সবার উদ্দেশ্যে বলেন যেকোনও অনুষ্ঠান বা পারিবারিক অনুষ্ঠান বাড়িতে রক্তদান শিবির করার জন্য। মহকুমা শাসকের সেই বার্তাকে মান্যতা দিয়ে এবং থ্যালাসেমিয়া রোগীদের কথা মাথায় রেখে আমাদের আজকের এই রক্তদান শিবির। আজকের রক্তদান শিবিরে ৩ জন মহিলা সহ ৪৩ জন রক্তদান করেছেন। ঘাটাল মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় রক্তদান শিবিরটি করা হয়েছিল।

প্রসঙ্গত, প্রায় ৭০ বছর ধরে বুদ্ধ পূর্ণিমার তিথিতে দাসপুর-১ ব্লকের গোবিন্দপুর নিমতলায় রথযাত্রা উৎসব পালন হয়ে আসছে। স্থানীয় বাসিন্দা হরি দোলইয়ের বাড়ি থেকে রথে করে মহাপ্রভু ও রাধা কৃষ্ণের বিগ্ৰহ নিয়ে রথ টেনে নিমতলায় পৌঁছানো হয়। আবার ওই রাতেই হরি দোলইয়ের বাড়িতে গিয়ে ঠাকুর রেখে আসা হয়। মহাপ্রভুর কাছে অনেকেই মানত করেন এবং সেই মানত পূরণ হলে রথের দিন বাতাসা ছড়ান তারা। হাজার ভক্তরা ভিড় করেন গোবিন্দপুর নিমতলার এই রথযাত্রা উৎসবে। মহাপ্রভু ঠাকুরের স্বপ্নাদেশ পেয়েই বুদ্ধ পূর্ণিমায় এই রথটানা শুরু হয় বলে জানান রথযাত্রা কমিটির এক অন্যতম সদস্য কৃষ্ণ সামন্ত।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015