রক্ষাকালী পুজো উপলক্ষে রক্তদান শিবির দাসপুরে

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: গ্রীষ্মের প্রখর দাবদহ, তার সঙ্গে রক্তের সঙ্কট দেখা দিয়েছে মহকুমার ব্লাড ব্যাঙ্কগুলিতে।  [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] এবার সেই রক্তের সঙ্কট পূরণের লক্ষ্যে এগিয়ে এলো দাসপুরের এক পুজো কমিটি। জানা যাচ্ছে, দাসপুর-১ ব্লকের চকবোয়ালিয়া নিউ গোল্ড স্টার ক্লাবের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সর্বজনীন রক্ষা কালী পুজো উপলক্ষেই এই শিবিরটির আয়োজন করা হয় বলে জানা গিয়েছে। ওই পুজো কমিটির সম্পাদক বিধানচন্দ্র মণ্ডল জানান, ১০ তম বর্ষে পদার্পণ করেছে তাদের এই পুজোটি। এই পুজোর মূল উদ্দেশ্য হল এই এলাকায় কংসাবতী নদীর পাড়ে দুর্ঘটনায় একটি হনুমান মারা যায়। তারই স্মৃতির উদ্দেশ্যে একটি মন্দির গড়ে তোলা হয় নদীর পাড়ে। সেই থেকেই ওই মন্দিরের পুজো এবং তার সঙ্গে এলাকাবাসীদের সহযোগিতায় রক্ষাকালী পুজো শুরু হয়। পুজোকে ঘিরে পাঁচ দিনব্যাপী ধরে চলে নানান অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানেই আজ ১৭ মে বুধবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ওই শিবিরে উপস্থিত ছিলেন দাসপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক, কৃষি কর্মাধ্যক্ষ রাজীব দাসঠাকুর, ওই গ্ৰাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান কল্যাণী দোলই সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা। জানা গিয়েছে, আজ ওই শিবিরে ১১ জন মহিলা সহ মোট ৪৮ জন রক্ত দিয়েছেন। ঘাটাল মহকুমা ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় এই শিবিরটি হয় বলে জানান বিধানবাবু। মূলত ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাসের আহ্বানে সাড়া দিয়েই এই রক্তদান শিবিরের আয়োজনটি করা হয়েছিল বলে পুজো কমিটির অন্যতম সদস্য তাপস পোড়িয়া, শম্ভুনাথ পোড়িয়া, মানস পোড়িয়া, নিতাই মণ্ডল জানান। সেইসঙ্গে রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় একটি করে ফলের চারাগাছ।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/