করোনা পরিস্থিতিতে রক্তের ঘাটতি মেটাতে এগিয়ে এলো রঘুনাথচক ছাত্র যুব সংঘ

শুভম চক্রবর্তী, ঘাটাল: সাধারণত গ্রীষ্মকালীন সময়ে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জোগানে টান পড়ে তার ওপর চলতি বছরে আমফান ও করোনা পরিস্থিতিতে রক্তের জোগান তলানীতে এসে ঠেকেছে। এমত অবস্থায় রক্তদান শিবির আয়োজন করে রক্তের জোগান বৃদ্ধিতে এগিয়ে এল ঘাটালের রঘুনাথচক ছাত্র যুব সংঘ। ক্লাবটির সম্পাদক কার্তিক দোলোই বলেন, বর্তমান পরিস্থিতিতে রক্তের জোগান খুবই কম কিন্তু রক্তের চাহিদা থেমে নেই।তাই সংগঠনের পক্ষ থেকে আমারা শুক্রবার এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করি। ১২জন মহিলা সহ মোট ৫৫ জন রক্তদান করেন।ঘাটাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় আমরা এই শিবিরের আয়োজন করেছিলাম। আমরা সর্বতোভাবে চেষ্টা করব ভবিষ্যতে আরো এই ধরনের শিবিরের আয়োজন করতে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।