ঘাটালে নীল রঙের টিকটিকিকে ঘিরে চাঞ্চল্য

অরুণাভ বেরা: নীল রঙের টিকটিকিকে ঘিরে চাঞ্চল্য ছড়াল ঘাটালের ১২ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্দিপুরে। আজ ৮ জানুয়ারি ওই এলাকার পালু নন্দীর বাড়িতে ওই নীল টিকটিকিটিকে প্রথম দেখা যায়। এই রকম নীল টিকিটিকি অন্য দেশে দেখা যায়। আমাদের দেশে এগুলির অস্তিত্ব নেই। তাই প্রথমে অনেকেই  ভেবেছিলেন নীল রঙে পড়ে গিয়ে বোধহয় টিকটিকিটির রঙ নীল হয়ে গিয়েছে। এলাকার এক বাসিন্দা দেবাশিস দোলই বলেন, কিন্তু ভালো করে পরীক্ষা করে দেখা যায় সরীসৃপটির চামড়ার রঙই নীল। আশেপাশের উৎসুক জনতা জানতে পেরে তা দেখার জন্য ভিড় জমান। এলাকার যুবকেরা টিকিটিকিটিকে একটি পাত্রে করে ধরে  রাখে।

মেদিনীপুর কলেজের প্রাণীবিদ্যার অধ্যাপক গৌতম ঘোষের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, নীল টিকটিকির বিজ্ঞানসম্মত নাম লাইগো  ড্যাকটাইলাস উইলিয়াম সি। এগুলি আফ্রিকায় পাওয়া যায়। এখানে এদের দেখা মেলে না। যদি জিনের পরিবর্তন হয় যাকে মিউটেশন বলে তাহলে এই ধরনের প্রজাতির সৃষ্টি হতে পারে। তবে সে ক্ষেত্রে একটি নয় একাধিক এই ধরনের টিকটিকি থাকতে হবে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!