চন্দ্রকোণায় অবৈধ পাথর খাদানে হানা ঘাটালের ডেপুটি ম্যাজিস্ট্রেটের

কুণাল সিংহরায়: চন্দ্রকোনায় অবৈধ পাথর খাদানে হানা দিল ঘাটালের ডেপুটি ম্যাজিস্ট্রেটের। আজ ১৩ অক্টোবর বেলা দেড়টা নাগাদ চন্দ্রকোণা থানার ধামকুড়িয়াতে একটি অবৈধ পাথর খাদানে হানা দেন ঘাটালের ডেপুটি ম্যাজিস্ট্রেট ধ্রুবজ্যোতি প্রামাণিক। তিনি ডেঙ্গুজ্বর প্রতিরোধ সংক্রান্ত একটি মিটিং শেষ করে চন্দ্রকোরা পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শনে গিয়ে এই অবৈধ পাথর খাদান লক্ষ্য করেন। তাঁকে দেখেই অসাধু ব্যাবসায়ী ও শ্রমিকরা চম্পট দেয়। ফেলে রেখে পালায় ৬টি সাইকেল এবং একটি মোটর বাইক। ঘটনাস্থলে এসে পৌঁছন চন্দ্রকোণা থানার ওসি রবি স্বর্ণকার, চন্দ্রকোণা পুরসভার চেয়ারপার্সন প্রতিমা পাত্র, বিএলআরও সৌমিত্র মুখোপাধ্যায় সহ প্রশাসনিক কর্তা ব্যাক্তিরা। মোটর বাইক ও সাইকেলগুলি বাজেয়াপ্ত করা হয়। ধ্রুববাবু উপস্থিত বিএলআরও-কে নির্দেশ দেন থানায় লিখিত অভিযোগ জানাতে। ফেরার পথে ডেপুটি ম্যাজিস্ট্রেট জানালেন এর আগেও তিনি ২৮ সেপ্টেম্বর এই অবৈধ পাথর খাদানে এসেছিলেন এবং খাদানটি বন্ধ করতে সচেষ্ট হয়েছিলেন কিন্তু তা যে ফলপ্রসূ হয়নি তা আজকের বারুদের গন্ধই তার প্রমাণ।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।