‘বই আজও সই’ —আশিস হুদাইত

বই আজও সই
—আশিস হুদাইত
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
সেদিন দূরে নয় –
কেবলই ভয় হয়-
পরিণতি ভেবে পাই যন্ত্রণা,
যে বই আজও সই-
নিয়ে চলে হৈচৈ
একদিন হয়তো তার
স্থান হবে আবর্জনায়।
সে রবে তরঙ্গে- মেঘেদের সঙ্গে-
অদেখা শূন্য কুলায়,
চাইলেই দেবে ধরা-
সে রেসের ঘোড়া-
সহে না দেরী তার,
সে ক্ষনে ক্ষনে কেবলই
উড়ে যেতে চায়।
ব্যর্থ জনম খাতা আর কলমের-
একদিন তারাও
বেছে নেবে পথ আত্মহননের,
তারা ঘুমোবে জাদুঘরে-
দেখবে প্রাণভরে একদল
সেদিন হয়তো কাছে
নয়তো কয়েক দশকের পর।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!