ঘাটাল মেদিনীপুর বাস চলাচল করলেও যাত্রী সংখ্যা খুবই কম

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: করোনার গেরোয় প্রায় দেড় মাস বন্ধ ছিল যাত্রীবাহী বাসগুলি। ১ জুলাই থেকে রাজ্য সরকারের নির্দেশ মত ঘাটাল মহকুমার বিভিন্ন রাজ্য সড়কগুলিতে বাস চলাচল শুরু হয়েছে। ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক, ঘাটাল-চন্দ্রকোণা সড়কে বাস চালু হলেও, ঘাটাল মেদিনীপুর সড়কে প্রায় বন্ধ ছিল বাস চলাচল। ইন্টার ও ইন্ট্রারিজিয়ন অ্যাসোসিয়েশনের সদস্য প্রভাত পান বলেন, ঘাটাল মেদিনীপুর সড়কে প্রথমদিকে বাস চলাচল বন্ধ থাকলেও ধীরে ধীরে দু-একটি করে বাস চলতে শুরু করে। গত ১২ জুলাই সোমবার থেকে বাসের সংখ্যা বাড়তে শুরু করে। বিভিন্ন বাস মালিকদের সাথে কথা বলে জানা গিয়েছে, আগের থেকে কিলোমিটারে পাঁচ-দশ টাকা করে ভাড়া বাড়ানো হয়েছে। তাঁরা জানিয়েছেন, ভাড়া না বাড়ালে ঘাটাল থেকে মেদিনীপুর পর্যন্ত বাস চালিয়ে তাদের পোসানি হত না। এমনিতেই বাসের যাত্রী সংখ্যা কম তার ওপর তেলের দাম বৃদ্ধি। এই পরিস্থিতিতে কম ভাড়া নিলে তাঁদের ব্যবসা লাটে উঠবে। 

যদিও প্রভাতবাবু জানান, বাসের ভাড়া নিয়ে যাত্রীদের কোনও সমস্যা হচ্ছে না। বরং যাত্রীরা ঠিকঠাক ভাড়া দিয়ে বাস মালিকদের বাস চালু রাখার কথা বলছেন। কারণ প্রতিদিন বহু মানুষকে রুজি রোজগারের তাগিদে নানা জায়গায় যেতে হয় বেশি ভাড়া দিয়ে। সেই তুলনায় বাসগুলি খুবই কম পরিমাণ ভাড়া নিচ্ছেন। 

নিত্য যাত্রীদের দাবি, যাত্রীর তুলনায় ঘাটাল-মেদিনীপুর সড়কে বাসের সংখ্যা একটু কম। সমস্ত রাজ্য সড়কগুলিতেই এখন পর্যাপ্ত পরিমাণে বাস চলছে। ঘাটাল-মেদিনীপুর সড়কেও ধীরে ধীরে বাসের সংখ্যা বাড়বে বলে জানান প্রভাতবাবু। যাত্রী সংখ্যাও বাড়বে বাসের সংখ্যা বাড়ার সাথে সাথে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015