ক্যানসার আক্রান্তদের চুলদানের জন্য নাম লেখাতে পারেন

তৃপ্তি পাল কর্মকার: সৌন্দর্য্য দান মহৎ দান। ইচ্ছে থাকলে আপনার সৌন্দর্য্য তথা কোমর ছোঁয়া চুল দান করে ক্যানসার রোগীদের পাশে দাঁড়াতে পারেন। আপনার সৌন্দর্য্যে সাময়িক ভাটা পড়লেও একজন ক্যানসার রোগীর মনে অনেকটা দৃঢ়তা আনবে আপনার দান করা চুল থেকে তৈরি উইগ। আপনারা এক এক করে চাইলে ঘাটালেও হতে পারে চুলদান শিবির। তবে কয়েকটি নিয়ম মানতে হবে, চাইলেও সবাই চুলদান করতে পারবেন না। বিনুনি করা ১২ ইঞ্চি(এক ফুট) কিম্বা তার বেশি লম্বা চুল দান করতে হবে।
ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস এবং কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে ক্যানসার রোগীদের সহায়তার জন্য চুলদান শিবিরের আয়োজন করা হবে। যে সমস্ত মহিলারা শিবিরে চুল দান করতে চান তাঁদের পাশের লিঙ্কটিতে ক্লিক করে 👉 https://forms.gle/aS7zjzS7v3991Doe7 গুগল ফর্মটি পূরণ করে নাম লেখানোর জন্য অনুরোধ করা হচ্ছে। মনে রাখবেন, বিনুনি করা ১২ ইঞ্চি(এক ফুট) চুল থাকতেই হবে। শিবিরের তারিখ ও স্থান পরে ফোন করে জানিয়ে দেওয়া হবে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!