ঘাটালের তিনটি বিধানসভা কেন্দ্রে কোন প্রার্থী কত ভোট পেলেন

তৃপ্তি পাল কর্মকার👆স্থানীয় সংবাদ•ঘাটাল:২৩০-দাসপুর বিধান সভা: (১)মমতা ভুঁইয়া (তৃণমূল)—১লক্ষ ১৪ হাজার ৭৫৩[২৬হাজার ৮৪২ভোটের ব্যবধানে জয়ী]। (২)প্রশান্ত বেরা (বিজেপি)— ৮৭ হাজার ৯১১। (৩)ধ্রুবশেখর মণ্ডল (সিপিএম)—১৭হাজার ৪৫। (৪)জগদীশ মণ্ডল অধিকারী (এসইউসিআই)—১৩৮৭।  (৫)নোটা—১৩৬৮।
২৩১-ঘাটাল বিধানসভা: (১)শীতল কপাট (বিজেপি)—১লক্ষ ৫হাজার ৮১২[৯৬৬ভোটের ব্যবধানে জয়ী]। (২)শঙ্কর দোলই(তৃণমূল)—১লক্ষ ৪হাজার ৮৪৬। (৩)কমল দোলই(সিপিএম)—১০হাজার ১৬৫। (৪)অঞ্জন জানা(এসইউসিআই)—২০০৮। (৫)তপন দোলই(নির্দল)—১২৩৯।(৬)নোটা—১৩০৫।
২৩২- চন্দ্রকোণা বিধানসভা:  (১) অরূপ ধাড়া(তৃণমূল)— ১লক্ষ ২১ হাজার ৮৪৬[১১হাজার ২৮১ ভোটের ব্যবধানে জয়ী]।(২)শিবরাম দাস(বিজেপি)—১লক্ষ ১০হাজার ৫৬৫। (৩)গৌরাঙ্গ দাস(সংযুক্ত মোর্চা)—১০হাজার ৮০১। (৪)সুধীর আড়ি(নির্দল)—১৬৭০। (৫)অক্ষয় খাঁন(এসইউসিআই)—১৫২৭। (৬)নোটা—২৯০৬।
👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!