আত্মহত্যাই কি সমস্যার সমাধানের পথ? আত্মহত্যা কেন করে মানুষ?

পম্পা গুছাইত, ‘স্থানীয় সংবাদ’: পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ,আর সেই মানুষই আত্মহত্যার মতো পথ বেছে নেয়। আমরা কিন্তু কোনও জন্তু-জানোয়ারকে আত্মহত্যা করতে দেখিনি। আগে জানতে হবে আত্মহত্যা কথার মানে, আত্ম মানে নিজ আর হত্যা মানে খুন বা মেরে ফেলা। অর্থাৎ নিজকে মেরে ফেলা।আত্মহত্যার কারণ কি কি হতে পারে? একমাত্র কারণ মাত্রাতিরিক্ত উচ্চাকাঙ্খা। উচ্চাকাঙ্খা পূর্ণ না হলে আসে ব্যর্থতা, হতাশা। পরীক্ষা কিম্বা কর্মক্ষেত্র বা সম্পর্ক যেকোনও একটা ক্ষেত্রে হতে পারে সেই ব্যর্থতা। অনেকক্ষেত্রে দেখা গেছে আত্মহত্যা যেদিন করা হয় সেদিন সেই ব্যক্তির সাথে এমন কিছু ঘটনা ঘটেনি। তাহলে কি আত্মহত্যা কি এমনি এমনি করে মানুষ? আসলে কিন্তু তা নয়, আসলে আত্মহত্যা করার প্রবণতা এক ধরনের মানসিক অসুখ। প্রতিবছর সারা বিশ্বে প্রায় দশ লক্ষ মানুষ আত্মহত্যা করেছে। শরীরের অসুখ হলে আমরা ডাক্তারের কাছে যাই তাহলে মনের অসুখ হলে যাবো না কেন? আমার এই লেখাটা তাদের জন্য যারা এখনও জীবনের সমস্যাগুলির সঙ্গে লড়াই করে  বেঁচে আছেন। আমাদের প্রত্যাশা যখন পূরণ হয় না তখন হতাশা জন্ম নেয়, আর দিনের পর দিন সেই হতাশা আমাদের কুরেকুরে খায় আর বেঁচে থাকার ইচ্ছেটা ধীরে ধীরে চলে যায়। আমরা অনেকেই আছি,অস্বীকার করবো না আমারও জীবনেও এরকম পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে মনে আত্মহত্যার ইচ্ছে উঁকি দিয়েছে, কিন্তু পরক্ষণেই পজিটিভ চিন্তাধারা এসেছে যে কেন মরবো?আমার জীবন কি শুধুই আমার? আমার ওপর যারা অবলম্বন করে বেঁচে আছে তাদের কি হবে? না না এতটা স্বার্থপর কখনোই হতে পারবো না।আমরা জীবনে অনেক কষ্ট পাই, বিশেষ করে ভালোবাসার মানুষকে অন্যের হতে দেখলে সে কষ্ট তো রাখার জায়গা নেই। কিন্তু ভেবে দেখেছেন কি আপনি যার জন্য আত্মহত্যা করবেন সে আপনার এই ত্যাগের দাম দেবে কি? আমাদের পাড়ার রাম, পেশায় আলু ব্যবসায়ী। স্ত্রীর পরকীয়া দেখতে না পেরে আত্মহত্যা করলেন। এতে রামের স্ত্রীর কি ক্ষতি হল? ক্ষতি হল রামের নাবালক ছেলেটির, যে বাবা এমনকি মা কেও হারালো। কোনও একজন শিক্ষক, কোনও একজন আর্মির জওয়ান দেনার দায়ে আত্মহত্যা করেছিলেন খবরে পড়েছিলাম। কি দরকার এতো লোভের? দামী গাড়ি, কোটি টাকার বিজনেস, কোটিপতি হতে হবে, সমাজের একজন হতে হবে, সবাই যেন সেলাম করে। কেন?এত উচ্ছৃঙ্খল জীবন আর উচ্চাকাঙ্খা মানুষকে ধংসের মুখে ঠেলে দেয়। তাই সমস্ত পাঠকের কাছে অনুরোধ শরীরের যেমন অসুখ হয়, মনেরও অসুখ হতে পারে। তাই মনোবিজ্ঞানীদের কাছে গিয়ে কাউন্সেলিং করান। ঈশ্বরের দেওয়া এই জীবন এভাবে নষ্ট করবেন না।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!