কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রুট মার্চ চন্দ্রকোণায়

সুইটি রায়: আজ ৭ মার্চ চন্দ্রকোণা বিধানসভা কেন্দ্রে এসে পৌঁছল কেন্দ্রীয় বাহিনী।দোরগোড়ায় এসে গেছে একুশের বিধানসভার নির্বাচন। তাই প্রস্তুতিও তুঙ্গে। কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছনোর পরই ওই বিধানসভার রিটার্নিং অফিসার অর্জুন পালের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রুট মার্চ করে বিধানসভার বিভিন্ন অংশে ঘুরে ঘুরে মানুষজনকে নির্ভয়ে ভোটদানের পরামর্শ দেওয়া হয়। সাথে সাথে ভোট দেওয়া নিয়ে কোনো দল কোনোরকম ভীতিপ্রদর্শন করালেও সেই বিষয়টি রিটার্নিং অফিসারকে জানানোর কথা বলা হয়। প্রসঙ্গত ২০২১ এর বিধানসভা নির্বাচন হবে আট দফায় তার মধ্যে দ্বিতীয় দফায় অর্থাৎ আগামী ১ এপ্রিল পড়েছে চন্দ্রকোণা বিধানসভা কেন্দ্রের ভোটের দিন। •ভিডিও
👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]