১৪ বছরের চন্দ্রাংশুর অসাধারণ চক-আর্ট

মোনালিসা বেরা: মানুষের প্রতিভা যে বয়সের উপর নির্ভর করে না তা আবার প্রমাণ করল রামজীবনপুরের বাসিন্দা  ১৪ বছরের চন্দ্রাংশু রক্ষিত। চকের উপর আট মিলিমিটারের ভারতের মানচিত্র তৈরি করে সবাইকে অবাক করল সে। সরু পিন যুক্ত পাখার মোটরের সাহায্যে চকের উপর এই মানচিত্রটি খোদাই করে তাতে ফেব্রিক রং ব্যবহার করা হয়েছে বলে চন্দ্রাংশু নিজেই জানিয়েছে। এই কাজটি করতে তার সময় লেগেছে পাঁচ থেকে সাত মিনিট। আরও জানা গেছে যে, এই কাজটি সে আতস কাঁচ ছাড়াই করেছে। এছাড়াও চকের উপর আট মিলিমিটারের পাত্র, ডালের উপর পাঁচ মিলিমিটারের মানচিত্র ইত্যাদিও তৈরি করেছে সে।   চন্দ্রাংশু বর্তমানে রামজীবনপুর বাবুলাল হাইস্কুলের সপ্তম শ্রেণীর এক মেধাবী ছাত্র। চন্দ্রাংশুর মা চন্দ্রাণী রক্ষিত বলেন, ছোটবেলা থেকেই পড়াশোনার ফাঁকে ছবি আঁকা, হাতের কাজ, সৃজনশীল কাজকর্মই তার অন্যতম সখ। তিনি আরও বলেন, এত অল্প বয়সে এত সুন্দর তার হাতের কাজ সকলকে মুগ্ধ করেছে। ঘর সাজানো এবং দৈনন্দিন ব্যবহার্য্য এমন অনেক কিছুই সে তৈরি করেছে। ভবিষ্যতে ইসরোতে পড়াশোনা করা তার স্বপ্ন এমনটাই জানিয়েছেন তার মা। ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।