খুদে পড়ুয়াদের হাতের কাজে ফুটে উঠল চন্দ্রযান-৩

সৌমি নাগ দত্ত, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: চারিদিকে চন্দ্রযান-৩ এর চাঁদের মাটিতে সফলভাবে অবতরণের খুশির হাওয়া।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
প্রতিটি ভারতবাসীর কাছে আজকের এই দিনটি অত্যন্ত গর্বের এবং আনন্দের। ঘাটাল মহকুমার কয়েকটি প্রাইমারি স্কুলেও দেখা চন্দ্রযান-৩ এর প্রতিরূপ। ছোট ছোট পড়ুয়ারা তাদের হাতের কাজে ফুটিয়ে তুলেছে চন্দ্রযান-৩। ভাঙ্গাদহ প্রাথমিক বিদ্যালয়ের তিন ছাত্র কাগজ দিয়ে বানিয়েছে চন্দ্রযান-৩। বাড়নবনী সচ্চিদানন্দ প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রদের কর্মশিক্ষার কাজ ছিল। বিদ্যালয়ের এক ছাত্র চন্দ্রযান-৩ হাতের কাজ বানায় এবং তা নিয়ে বিদ্যালয়ের শিক্ষকেরা চন্দ্রযান-৩ এর সাফল্য কামনা করেন। ডিঙাল প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রও এই হাতের কাজ বানায়। চকলছিপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী হাবিবা খাতুন হাতের কাজে বানায় চন্দ্রযান-৩। চন্দ্রকোণা-১ চক্রের কুলদহ বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়ারাও অন্যান্য হাতের কাজের পাশাপাশি চন্দ্রযান-৩ এর মডেল বানায়। ঘনরামপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রও ওই একই মডেল বানায়। সোনাখালি চক্র চাঁইপাট বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও চন্দ্রযান-৩ এর মডেল বানায় তাদের হাতের কাজে। শুকচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয় চতুর্থ শ্রেণির ছাত্রী রূপসা মাইতিও তার হাতের কাজের মাধ্যমে ফুটিয়ে তোলে চন্দ্রযান-৩।

আজকের ঐতিহাসিক  মুহূর্তে  ঘাটাল মহকুমার খুদে পড়ুয়াদের হাতে তৈরি চন্দ্রযান-৩ মডেলও ছিল দেখার মতো। ভারতবাসী হিসেবে ওই ছোট ছোট পড়ুয়ারাদের অবদানও কিন্তু কম নয়।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।