আগে উন্নয়ন, তারপরে ভোট: ভোট বয়কটের ডাক দিলেন গ্ৰামবাসী

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: সরকারি কাজের বোর্ড লাগানো হলেও কাজ কিছুই হয়নি। রাস্তাঘাট থেকে পানীয় জল, আবাস যোজনার বাড়ি কোনওরকম উন্নয়নমূলক কাজই হয়নি গ্ৰামে। গ্রামের উন্নয়ন না হলে ভোট বয়কটের ডাক দিল গ্রামবাসীরা। ঘটনা চন্দ্রকোণা-১ ব্লকের মানিককুণ্ডু গ্রাম পঞ্চায়েতের মামুদপুর গ্রামের। সরকারি কাজের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে গ্ৰামের বিভিন্ন জায়গায় পোস্টার দিলেন গ্ৰামের মানুষ। যে পোস্টারে লেখা মল্লিক পাড়ার রাস্তা হয়নি কেন তৃণমূল জবাব দাও, রাস্তার টাকা গেল কোথায় তৃণমূল জবাব দাও, আবাস যোজনার বাড়ি উপযুক্তরা পেলেন না কেন তৃণমূল জবাব দাও। এমনকি কার্তিক কর্মকারের বাড়ি থেকে অনিল পাঁজার বাড়ি পর্যন্ত মোরাম রাস্তার টাকা কোথায় গেল জবাব দাও। কারণ এই সমস্ত কাজের জন্য সরকারি বোর্ড লাগানো হলেও হয়নি কাজ। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রামের রাস্তাঘাট থেকে পানীয় জল এমনকি আবাস যোজনার বাড়ি সমস্ত কিছু থেকেই বঞ্চিত গ্রামের মানুষজন, এই গ্রামের মল্লিক পাড়ায় প্রায় ৭০ টি পরিবারের বাস, তাঁরা প্রতিনিয়ত অবহেলা শিকার হয়েছেন প্রশাসনের কাছে। তাই এবার আগে উন্নয়ন তারপরে ভোট এমনই ডাক দিল গ্রামের মানুষজন। তৃণমূল নেতাকর্মীদের চরম দুর্নীতির অভিযোগ তুলেছে তাঁরা। এলাকার মানুষের এই ধরনের পোস্টারকে সমর্থন করেছে সিপিএম ও বিজেপি, তারা গ্রামের মানুষের এই ধরনের আন্দোলনকে সমর্থন করেছে।

এ বিষয়ে জাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ চক্রবর্তীর দাবি, এই সরকারের আমলে সমস্ত জায়গাতেই উন্নয়ন হয়েছে। এগুলি বিরোধীদের চক্রান্ত বলে দাবি করেন তিনি।

চন্দ্রকোনা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সূর্যকান্ত দোলই বলেন, গ্রামের পানীয় জলের একটু সমস্যা হয়েছিল। আমরা দ্রুত তা সমাধানের চেষ্টা করেছি। এমনকি গ্রামে মানুষদের মত বিরোধের কারণে উন্নয়ন হয়নি বলে দাবি তাঁর।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]