চন্দ্রকোণায় বজ্রাঘাতে মৃতের পরিবারদের ৪লক্ষ টাকা করে দেওয়া হল

তনুপ ঘোষ, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: পুলিশ দক্ষতার সাথে কাজ করছে, তাই জঙ্গীদের হদিস পাচ্ছে  নিউটাউনে ক্রশ ফায়ারিংয়ের ঘটনায় দাবি রাজ্যের মন্ত্রী মানস ভু্ঁইয়ার। একই সাথে জঙ্গী দমনের ক্ষেত্রেও রাজ্যকে কোনো সহযোগিতা করছে না কেন্দ্র। চন্দ্রকোণায় এমন দাবি করলে কাকলি ঘোষ দোস্তিদার। চন্দ্রকোণায় বজ্রাঘাতে মৃত দুই পরিবারের সাথে দেখা করতে আসেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মানস ভুঁইয়্যা, সাংসদ   কাকলীঘোষ দস্তিদার। আজ ৯ জুন  স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে নিয়ে চন্দ্রকোণা থানার হীরাধরপুর ও জাড়া গ্রামে যান এই প্রতিনিধি দল। গত ৭  জুন সোমবার দুপুরে বজ্রাঘাতে মৃত্যু হয় হীরাধরপুর  গ্রামের বাসিন্দা অর্চনা রায় এবং জাড়ার অরুণ মণ্ডলের। তাঁদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলে সবরকম সহযোগিতার আশ্বাস দেন।  সরকারের তরফে ২ লাখ,দলের তরফে ২ লাখ করে মোট ৪ লাখ টাকা করে দুটি পরিবারের হাতে ৮ লাখ টাকা তুলে দেওয়া হয় বলে জানান সাংসদ কাকলিঘোষ দস্তিদার। পরিবারের সাথে দেখা করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিউটাউন ইস্যু নিয়ে মুখ খোলেন রাজ্যের মন্ত্রী ও সাংসদ। •আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল: https://t.me/SthaniyaSambadGhatal

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015