নিজস্ব সংবাদদাতা: আজ দুপুরে চন্দ্রকোণা থানার কৃষ্ণপুর চাষিবাড়ে কেঠিয়া নদীর ওপর একটি কাঠের সেতুর ওপর দিয়ে সাইকেলে করে পার হতে গিয়ে সেতু থেকে পড়ে যায় এক কিশোর। সে জলের তোড়ে কেঠিয়া নদীতে তলিয়ে যায়। কিশোরের নাম জাহাঙ্গির শা। বাড়ি চাষিবাড়ে। তাকে খুঁজতে তল্লাশি করা হচ্ছে। এখনও খুঁজে পাওয়া যায়নি।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)










