চন্দ্রকোণায় চড়কের বাঁশ ভেঙে বিপত্তি

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল:  চলছিল চড়ক আর সেই চড়কের বাঁশ ভেঙে ঘটলো বিপত্তি, বাঁশ ভেঙে ঝুলছে সন্ন্যাসী। [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] উত্তেজনা চন্দ্রকোণা থানার চন্দ্রকোণা পৌরসভার গাজীপুরে শান্তিনাথ শিব মন্দিরে। সোমবার রাতে গাজীপুর শান্তিনাথ শিব মন্দিরে গাজন উপলক্ষে চড়ক উৎসবের আয়োজন হয়, সেখানে সন্ন্যাসী বা মন্দিরের ভক্তরা চড়ক ঘোরার জন্য কয়েক ফুট উঁচু বাঁশের মাচায় উঠে প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় এক ভক্তকে চড়ক ঘোরানোর জন্য বেঁধে মাচা থেকে ছেড়ে দিলে তৎক্ষণাৎ বাঁশ ভেঙে গিয়ে ভক্ত সমেত ঝুলতে থাকে। কোনওকমে বাঁশটি চড়ক কাঠে গিয়ে আটকে যায় এবং ওই ভক্তকে উদ্ধারে তড়িঘড়ি চড়ক কাঠে উঠে নামানোর চেষ্টা করেন অন্য ভক্তরা। পরে বাঁশের দড়ি খুলে ওই ভক্তকে নিচে নামানো হয়। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। ঘটনায় হতচকিত হয়ে পড়ে চড়ক দেখতে আসা অগণিত দর্শনার্থী।উল্লেখ্য, প্রতিবছর জৈষ্ঠ্যমাসে এই গাজনের আয়োজন হয়ে থাকে গাজীপুর শান্তিনাথ শিবমন্দিরে, অসময়ের এই গাজন “আপাল গাজন” নামেই পরিচিত বলে জানা যায়।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]