২১ জুলাই মুখ্যমন্ত্রীর সভা উপলক্ষে রুটে বাস নেই, হয়রানির শিকার নিত্যযাত্রীরা

তনুপ ঘোষ, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: রাস্তায় বেরিয়ে গাড়ি না পেয়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না নিত্যযাত্রীরা। কেউবা অতিরিক্ত ভাড়া দিয়ে নিজের কাজের জায়গায় যাচ্ছেন।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
২১ জুলাই শহীদ দিবস উপলক্ষে তৃণমূল কর্মীদের মুখ্যমন্ত্রীর সভাতে নিয়ে যাওয়ার জন্য আজ থেকেই বাস তুলে নেওয়া হয়েছে। আর তাতেই সমস্যায় পড়েছেন যাত্রীরা। ক্ষীরপাই হালদার দিঘির এমনই ছবি ধরা পড়েছে আমাদের সাংবাদিক তনুপ ঘোষের ক্যামেরায়।

অবরোধ, মিটিং, মিছিল যেকোনও ক্ষেত্রেই বাস তুলে নেওয়ার ঘটনা এখন প্রায়শই দেখা যাচ্ছে। কিন্তু হঠাৎ করে বাস তুলে নেওয়ার ফলে অফিসকর্মী, নিত্যযাত্রী, স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের হয়রানির শিকার হতে হচ্ছে। রাস্তায় বেরিয়ে বাস না পেয়ে অনেক ঝক্কি ঝামেলার মধ্যে দিয়ে তাদের গন্তব্য স্থলে পৌঁছতে হচ্ছে। কখনও আবার অতিরিক্ত ভাড়া দিয়ে ফিরতে হচ্ছে বাড়ি। হয়রানির শিকার হওয়া অফিসকর্মী, শিক্ষক-শিক্ষিকারা জানাচ্ছেন, হঠাৎ করে বাস তুলে নেওয়ায় তাদের সমস্যায় পড়তে হচ্ছে। বাস তুলে নিলেও যাতায়াতের বিকল্প কোনও ব্যবস্থা করে দেওয়া হোক।

প্রসঙ্গত, ২১ জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সভা রয়েছে। সেই কারণেই সভার দুদিন আগে অর্থাৎ আজ বুধবার থেকেই বিভিন্ন রুটের বাসগুলি তুলে নেওয়া হচ্ছে। যারফলে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]