পাত্রীর বয়স ১৫, দাসপুরে নাবালিকা বিয়ে আটকাল প্রশাসন

বাবলু মান্না, স্থানীয় সংবাদ: পাত্রের বয়স ২০, পাত্রীর বয়স ১৫। প্রশাসনকে লুকিয়ে নাবালিকা বিয়ের তোড়জোড় চলছিল জোরকদমেই। এমনই সময় পুলিশ প্রশাসনের লোকজন এসে (নীচে সম্পূর্ণ ভিডিওটি দেখুন)  হাজির পাত্রীর বাড়ি।বোঝানো হয় নাবালিকা মেয়ের বিয়ে দিলে কী কী সমস্যা হতে পারে। অবশেষে পাত্র ও পাত্রীর বাড়ির লোকজন মুচলেকা দিয়ে কথা দেন প্রাপ্তবয়স্ক হওয়ার আগে ছেলে-মেয়ের বিয়ে দেবেন না তারা। আজ ২১ জুলাই দাসপুরের পাইরাশিতে এমনই এক নাবালিকার বিয়ে আটকানোর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায়। জানা যায়, আজ রাতেই বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে পাত্রীর বাড়ি পৌঁছে যায় দাসপুর-২ ব্লকের জয়েন্ট বিডিও সায়ন মজুমদার, দাসপুর-২ ব্লক ইউনিসেফ প্রতিনিধি তাপস শেঠ, দাসপুর পুলিশের এসআই বিপ্লব দে সহ একটি টিম। তাঁদের কাছে পাত্রীর মা স্বীকার করেন এই বিয়ের কথা। শেষমেশ পাত্র-পাত্রীকে মুচলেকা লিখিয়ে বিয়ে বন্ধ করা হয়।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!