ঘাটালে বাল্য বিবাহ ও শিশু শ্রম রুখতে দাসপুরের সিভিক ভলান্টিয়ারদের নিয়ে সেমিনার

রবীন্দ্র কর্মকার: শিশুদের অধিকার ও সুরক্ষা নিয়ে সেমিনার করল চাইল্ডলাইনের ঘাটাল সেন্টার। আজ ২৫ আগস্ট দুপুরে দাসপুর মিলন মঞ্চে দাসপুর থানার ১৪৮ জন সিভিক ভলান্টিয়ারদের নিয়ে ওই সেমিনারটি করা হয়। সেখানে শিশু সুরক্ষা, শিশু শ্রম রোধ এবং বাল্য বিবাহ’র বিভিন্ন আইনি দিক নিয়ে আলোচনা করেন দাসপুর থানার এসআই রঞ্জিত কুণ্ডু, দাসপুর-১ ব্লকের ওয়েলফেয়ার আধিকারিক দিব্যেন্দু মহাপাত্র, অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল সার্ভিসের অধিকর্তা ত্রিদিব দাসবেরা, দাসপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক প্রমুখ। এদিনের অনুষ্ঠানটি থেকে শিশু সুরক্ষার আইনি বিষয়ে নানান তথ্য ও ব্যাখ্যা সিভিক ভলান্টিয়ারদের বিশেষ ভাবে সমৃদ্ধ করেছে বলে জানা গিয়েছে। চাইল্ডলাইনের ঘাটাল সেন্টার হেড প্রদীপ শাসমল বলেন, আমরা বিভিন্ন স্কুল,কলেজ, সামাজিক প্রতিষ্ঠানে এই ধরনের অনুষ্ঠান প্রায়ই করে থাকি। এলাকায় কোনও নাবালিকার বিয়ে বা শিশুদের শ্রমিকের ভূমিকায় দেখতে পেলে গোপনে এই নম্বরে জানাতে পারেন: 1098 /03225244300

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!