নিরুদ্দেশ নয়, ৬০ কিলোমিটার সাইকেল চালিয়ে দাদুকে দেখতে গিয়েছিল এই বালক

তৃপ্তি পাল কর্মকার: নিরুদ্দেশ নয়, দাসপুরের চাঁইপাটের রাজু মাহালি নামে ১১ বছরের [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] এই বালক স্কুল যাওয়ার নাম করে সাইকেল চালিয়ে পিংলার কাঁটাচৌকা গ্রামে বেড়াতে গিয়েছিল। ওই গ্রামে রাজুর বাবা যুগল মাহালির জন্ম। সেখানে রাজুর দাদু-ঠাকুমারা থাকেন। এদিকে রাজুর বাবা-মা জীবিকার কারণে চাঁইপাটে বাড়ি ভাড়া নিয়ে থাকেন।  অনেক দিন দাদুর সঙ্গে দেখা হয়নি রাজুর। তাই বরুণা সৎসঙ্গ হাইস্কুলের যষ্ঠ শ্রেণির ছাত্র রাজু শুক্রবার সাইকেলে করেই পিংলার ওই গ্রামে চলে গিয়েছিল। প্রায় ৯ ঘণ্টা সাইকেল চালিয়ে ওই দিন সন্ধ্যায় সেখান যায়। এদিকে সাংবাদিক কাজলকান্তি কর্মকারের ফেসবুক টাইমলাইনে রাজুর ‘নিরুদ্দেশের’ খবর প্রকাশিত হলে ওই কাঁটাচৌকা গ্রামের এক সিভিক ভলান্টিয়ারের চোখে খবরটি পড়ে। তিনি দাসপুর থানায় রাজুর গতিবিধি সম্বন্ধে খবর দেন। আজ রবিবার রাজুর মা মামণি মাহালি এবং বাবা দুজনে মিলে রাজুকে পিংলা থেকে আনতে গিয়েছেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!