নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ: ২৫ জুন ঘাটাল বরদা বীণাপাণি ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির আয়োজিত হল। শিবিরে ১৩ জন মহিলা সহ মোট ৬৫ জন রক্তদান করেন। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরি, ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক প্রমুখ। মহকুমা শাসক সমস্ত ক্লাব ও ওই ক্লাবের সম্পাদক বিশ্বনাথ মাইতি ও সহ সম্পাদক গণেশ পুরুষ্টি বলেন, এর আগেও আমরা রক্তদান শিবির করেছি। এবছর ঘাটাল ব্লাড সেন্টারের রক্তের ঘাটতি মেটাতে আমাদের ক্লাব এই শিবিরের আয়োজন করে। আগামীদিনেও আমরা বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি নেব।
Home এই মুহূর্তে ঘাটাল বরদা বীণাপাণি ক্লাবের রক্তদানে শিবিরে গিয়ে সমস্ত ক্লাবগুলিকে শিবির করার আহ্বান...
এই মুহূর্তে
দুর্ঘটনায় গুরুতর জখম ব্যক্তির মর্মান্তিক পরিণতি
বাবলু মান্না, 'স্থানীয় সংবাদ', ঘাটাল: দুর্ঘটনায় আহত ব্যক্তির মর্মান্তিক পরিণতি হল।
১৯ সেপ্টেম্বর মঙ্গলবার গোপীগঞ্জ-সুলতাননগর সড়কে দাসপুর থানার তাজপুর এলাকায় তাজপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি...