ঘাটালে নতুন ভোটারদের রঙিন ভোটার কার্ড দেওয়া শুরু হল

রবীন্দ্র কর্মকার(২৮ জুলাই ২০২০): সম্প্রতি ঘাটাল মহকুমার সর্বত্র নতুন ভোটারদের রঙিন কার্ড দেওয়া শুরু হয়েছে। কোনও সাদামাঠা কাগজে ছাপিয়ে ল্যামিনেশন করা কার্ড নয়। তা একেবারে প্লাস্টিক কার্ড। নির্বাচন কমিশনের ভাষায় পলি ভিনাইল ক্লোরাইড (পিভিসি) কার্ড। সেই সঙ্গে পরিচয়পত্রে রয়েছে বারকোডও। কমিশন-কর্তাদের মতে, এতে বেশ কিছু সুবিধা থাকছে। প্রথমত, প্রযুক্তির সুবিধা। দ্বিতীয়ত, বারকোড ও অদৃশ্য নম্বর থাকায় পরিচয়পত্র আরও বেশি নিরাপদ হয়েছে। তৃতীয়ত, কমিশনের একটি তথ্যভাণ্ডারে বিষয়টি চলে আসছে। মহারাষ্ট্র, গুজরাত, বিহার, ওড়িশা, অসম, অরুণাচল প্রদেশের মতো অনেক রাজ্যে অনেকে আগেই রঙিন প্লাস্টিক ভোটার পরিচয়পত্র তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এই রাজ্যে এই প্রথম শুরু হল। কার্ডের এক দিকে নাম ও ছবি। অন্য দিকে জন্ম তারিখ ও ঠিকানা রয়েছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!