নজরে এবার বালি চুরি,দাসপুরের বিভিন্ন এলাকায় চলবে লাগাতার অভিযান

নজরে এবার দাসপুর এলাকার মধ্যদিয়ে বয়ে যাওয়া কাঁসাই থেকে বালি মাফিয়াদের বালি চুরি। রাস্তার ওভার লোড গাড়ির পাশাপাশি এবার নদীর বালি চুরি রুখতে পথে নামতে চলেছে ঘাটালের মহকুমা প্রশাসন।

দাসপুরের কল্মীজোড়,দাদপুর,যদুপুর,সামাট,হোসেনপুর,নাড়াজোল,রাজনগর,রামদেবপুর,আনন্দগড় এলাকায় বয়ে যাওয়া কাঁসাই থেকে একেবারে দিনের আলোয় বছরের পর বছর ধরে চলছে বালি তুলে পাচার।

জেসিবি দিয়ে,কিংবা অত্যাধুনিক মেশিনে নদীর জল থেকেই বালি স্তূপায়াকারে রাখা হচ্ছে নদী বাঁধে। সে বালি সময়মত বড় গাড়িতে করে চড়া দামে পাচার হয়ে যাচ্ছে দূরদূরান্তে।

প্রশাসনের নাকের ডোগায় এমন বালি মাফিয়াদের কারবারে এবার লাগাম টানতে চলেছে ঘাটালের মহকুমা প্রশাসন। এবার দাসপুর এলাকায় লাগাতার অভিযান চলবে এই বালি পাচার রোধে। শুরু হয়েছে গোপনে তথ্য সংগ্রহের কাজ। প্রমাণ সহই এবার দাসপুরের বালি মাফিয়াদের পরাস্ত করতে চলেছে প্রশাসন।

ইতি মধ্যেই স্বতঃপ্রণোদিত হয়ে একাধিক ঠিকাদার তাদেরই সহকর্মীদের একাধিক গোপন তথ্য আমজনতার কাছে তুলে ধরবেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!